Also read in

রক্তাক্ত হোলি: শহরের সেন্ট্রাল রোডে হাতাহাতি, গুরুতর আহত ক্যালকাটা ফ্লাওয়ার ডেকোরেটর-এর স্বত্বাধিকারী

রঙের উৎসব হোলির দিনে শিলচর শহরের কেন্দ্রস্থল সেন্ট্রাল রোডে সামান্য ঘটনা নিয়ে হাতাহাতির জেরে গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেন ক্যালকাটা ফ্লাওয়ার ডেকোরেটর -এর স্বত্বাধিকারী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাধারণ রাস্তা পারাপার নিয়ে দুই পক্ষের মাঝে বচসা হাতাহাতিতে পর্যবসিত হয়। ঘটনা বেশি দূর গড়াবার আগেই মেট্রো বাজার পয়েন্ট থেকে পুলিশ বাহিনী এসে থামিয়ে দেয় ঝগড়া। কিন্তু পুলিশ সরে যাওয়ার সাথে সাথে আবারও শুরু হয় গন্ডগোল, প্রথমে গালাগালি তারপর মারামারি। হাতের সামনে যে যা পেয়েছে তা দিয়ে একে অন্যের উপর আঘাত করছে।

ঘটনাটি ঘটেছে শিলচর সেন্ট্রাল রোড পুরনো অন্নপূর্ণা সিনেমা হল পয়েন্টে। এই মারামারির ঘটনায় গুরুতর ভাবে আহত হয়ে শিলচর মেডিকেল কলেজে সংকট জনক অবস্থায় রয়েছেন সেন্ট্রাল রোডের ক্যালকাটা ফ্লাওয়ার ডেকোরেটর-এর মালিক দীপঙ্কর ঘোষ।

প্রত্যক্ষদর্শীর মতে অপরিচিত এক যুবক দীপঙ্কর ঘোষকে একটি বাঁশ দিয়ে বেধড়ক আঘাত করে। গুরুতর ভাবে আহত হয়ে দীপঙ্কর লুটিয়ে পড়েন রাস্তায়। সেখানে থেমে থাকেনি সেই ব্যক্তি, দীপঙ্করের বুকে বসে সে দীপঙ্করের মুখে এবং মাথায় বেধড়ক ঘুষি মারতে শুরু করে। পরবর্তীতে স্থানীয় মানুষের তৎপরতা এবং পুলিশের তাড়ায় ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় সেই যুবক এবং সঙ্গী সাথীরা। পরে পুলিশ একটি অটো রিকশায় দীপঙ্করকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়; পুলিশ একজনকে আটকও করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতা ফ্লাওয়ারসের স্বত্বাধিকারী দীপঙ্করের শারীরিক অবস্থা সংকটজনক।

Comments are closed.