Also read in

হাইলাকান্দির চিপরসাঙ্গনে ধলেশ্বরী নদীতে তলিয়ে গেল শিশু, উদ্ধারে এস ডি আর এফ বাহিনী

উত্তর হাইলাকান্দির চিপরসাঙ্গন গ্রাম পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার ধলেশ্বরী নদীর বাঁশের সাঁকো থেকে পড়ে নদীর জলে তলিতে গেল আট বছরের এক অবুঝ শিশু । নিখোঁজ শিশুর

নাম তাহির আহমেদ, পিতা ফরিজ উদ্দিন, বাড়ি চিপরসাংগন গ্রামে। জানা গেছে, এদিন স্কুলে যাওয়ার আগে টিফিনের জন্য টাকা আনতে নদীর ওপারে কাজে থাকা বাবার কাছে যাচ্ছিল তাহির। কিন্ত নদীর ওপরের সাঁকো থেকে পড়ে তলিয়ে যায় সে। স্থানীয় নাগরিকরা দ্রুত ছুটে গিয়ে তল্লাসি শুরু করেন। কিন্ত খুঁজে পান নি। শেষ পর্যন্ত খবর দেওয়া হয় এন ডি আর এফ বাহিনীকে। নদীর জলে শিশু তলিয়ে যাওয়ার খবর পেয়ে এস ডি আর এফ বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিয়ান শুরু করে।
আলগাপুর পুলিশ ও ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিয়ান তদারকি করে। এদিকে মঙ্গলবার রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিয়ান বন্ধ হয়ে পড়ে। বুধবার সকালে এস ডি আর এফ বাহিনী ফের অভিয়ানে নামবে বলে জানা গেছে।

Comments are closed.

error: Content is protected !!