Also read in

মাধ্যমিক পরীক্ষায় হাইলাকান্দিতে আজকের বিজ্ঞান পরীক্ষায়ও ১৪ জন বহিস্কৃত

অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ (সেবা)  পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় নকলের দায়ে হাইলাকান্দি জেলায় বহিস্কারের সংখ্যা বেঁড়ে দাঁড়াল ৭০। আজ সোমবার বিজ্ঞান    পরীক্ষায়  বহিস্কার হয়েছেন ১৪ পরীক্ষার্থী।

পরীক্ষা হলে অসদূপায় অবলম্বনের জন্য এদিন  এনটি মডেল স্কুল পরীক্ষা কেন্দ্রে আট জন, লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয় কেন্দ্রে তিন জন, হাইলাকান্দি টাউন হাইমাদ্রাসা কেন্দ্রে দুই জন, ও হরকিশোর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য,  এর আগে ইংরাজি পরীক্ষায় জেলায় মোট ১৫ জন, সমাজ বিজ্ঞানে ২২ জন, সাধারণ গনিত পরীক্ষায় ১৯ জন পরীক্ষার্থী বহিস্কার হন।  সব মিলিয়ে চলতি মাধ্যমিক পরীক্ষায় হাইলাকান্দি জেলায় ৭০ জন পরীক্ষার্থী বহিস্কৃত হয়েছেন।

এদিকে, আজকের সাধারণ বিজ্ঞান পরীক্ষায় জেলার ষোলটি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ১৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

Comments are closed.