
হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফল বেরোবে ৬ জুন: হিমন্ত বিশ্ব শর্মা
হাই স্কুল লিভিং সার্টিফিকেট এক্সামিনেশন অর্থাৎ মেট্রিক পরীক্ষার ফল বেরোচ্ছে ৬ই জুন, শনিবার । আজ রাজ্যের শিক্ষামন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা এই সংবাদ জানিয়েছেন।
পড়ুয়ারা তাদের ফলাফল ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে জানতে পারবে। ওয়েবসাইট থেকে মার্কশিট ও ডাউনলোড করতে পারবে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সকাল ন’টায় এই ফলাফল প্রকাশিত হবে। আগামীকাল বোর্ডের তরফ থেকে ওয়েবসাইট সম্বন্ধে বিস্তারিত জানানো হবে।
বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন,আসাম পরিচালিত এই পরীক্ষায় এ বৎসর প্রায় ৩ লক্ষ ৫৮ হাজার ছাত্র-ছাত্রী বসেছে।
গত বছর এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল মে মাসের ১৫ তারিখ এবং ফলাফল জানানো হয়েছিল নিম্নলিখিত ওয়েবসাইটগুলোর মাধ্যমে
.sebaonline.org, resultsassam.nic.in, examresults.net, exametc.com, indiaresults.com, assamonline.in, results.siksha, knowyourresult.com, assamresult.in
Comments are closed.