সুরজ-দিবাকরের অর্ধশতরানে জয় ওয়েসিসের
শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অসম ক্রিকেট সংস্থার প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার জিতল ক্লাব ওয়েসিস। এদিন সতীন্দ্র মোহনদেব স্টেডিয়ামে তারা পাঁচ উইকেটে হারায় ইলেভেন স্টার ক্লাব কে।
সকালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইলেভেন। তবে তারা ৩৪.৫ ওভারে অলআউট হয় ১৮৩ রানে। তাদের একাধিক ব্যাটসম্যান শুরুটা ভালো করেও বড় স্কোর করতে ব্যর্থ হন। সেট হয়েও উইকেট ছুড়ে দিয়ে আসেন। এটাই তাদের প্রত্যাশার অনেক আগেই আটকে দেয়।
দলের পক্ষে সর্বাধিক ৩২ রান করেন শাহিদ লস্কর। এছাড়া উল্লেখযোগ্য রান পান শাহিন লস্কর (৩০), আরিয়ান বড়ভুইয়া (২৪), নিশান্ত ঢাকুরিয়া (২১) এবং নাসিম উদ্দিন (১৬)। অতিরিক্ত ১৮। তিনটি করে উইকেট নেন পরীক্ষিত বণিক ও দেবজ্যোতি দাস। দুটি উইকেট নেন দেবজ্যোতি পাল।
জবাবে ২৫.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েসিস। দুরন্ত হাফ সেঞ্চুরি করেন সুরজ যাদব। বাঁহাতি ওপেনার করেন ৫৪। এছাড়া দিবাকর গোয়ালাও করেন এক ঝকঝকে অর্ধশত রান। তিনি করেন অপরাজিত ৫৬। অরিজিৎ মহাপাত্র (২২) ও দীপঙ্কর দাস করেন ১৮। অতিরিক্ত ২০। বিপক্ষের চিরঞ্জীব দে দু উইকেট নেন।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, টুর্ণামেন্টে এই প্রথম জয়ের মুখ দেখল ক্লাব ওয়েসিস। উল্টোদিকে হারের সরণিতে রইল ইলেভেন স্টার।
Comments are closed.