Also read in

আগামীকাল ঝটিকা সফরে কাছাড়ে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

আসামের মুখ্যমন্ত্রী, ডঃ হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল, ৩০শে জানুয়ারী, কাছাড় জেলায় এক ঝটিকা সফরে আসছেন। তিনি লক্ষীপুরে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাবেন এবং শিলচরে কিছু “নির্দিষ্ট কার্যসূচিতে” যোগ দেবেন।

রবিবার সকাল সাড়ে ১১টায় ফ্লাই বিগে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। পরে দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি সড়কপথে শিলচর সার্কিট হাউসে পৌঁছাবেন। সরকারি বাসভবনে সংক্ষিপ্ত বিরতির পর বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত কর্মসূচীতে যোগ দেবেন। যদি বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা বরাক উপত্যকায় ইতিমধ্যে ৩ দিনের সফরে থাকা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সাথে দেখা করতে শিলচর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অম্বিকাপট্টিস্থিত কার্যালয় পরিদর্শন করবেন।

বিকেল ৪টায় তিনি লক্ষীপুরের উদ্দেশে রওনা হবেন এবং লক্ষীপুরে শহীদ নন্দচাঁদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। নির্ধারিত কর্মসূচিতে যোগ দেওয়ার পরে, তিনি লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়ের বাড়িতে পৌঁছাবেন।

পরে তিনি দিনের শেষে রাত ৮টায়  কুম্ভীরগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাত ৯টায় গুয়াহাটির উদ্দেশ্যে বিমানে উঠবেন।

Comments are closed.

error: Content is protected !!