Also read in

কর্তব্যে অবহেলা: ডিডিআইপিআর ইন্দ্রানী গোস্বামীকে বরখাস্ত করল সরকার, দায়িত্ব পেলেন সাজ্জাদুল হক চৌধুরী

সম্প্রতি প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বরাক সফর করেন। অথচ সেই সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন না জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর ইন্দ্রানী গোস্বামী। তিনি আগে থেকে না জানিয়েই অনুপস্থিত ছিলেন। ফলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তথ্য ও জনসংযোগ বিভাগের কমিশনের সেক্রেটারি প্রীতম শইকিয়া সোমবার সন্ধ্যায় তাকে বরখাস্তের নির্দেশ জারি করেছেন। আপাতত আইএএস অভিলাষ বারানওয়াল কার্যালয়টির দায়িত্বে থাকবেন।

বিভাগীয় নির্দেশে বলা হয়েছে, ডিডিআইপিআর ইন্দ্রানী গোস্বামী মুখ্যমন্ত্রী সফরের দিন শিলচর শহরে উপস্থিত ছিলেন না। তিনি আগে থেকে এ ব্যাপারে কোন আধিকারিককে জানাননি। তার অনুপস্থিতির ফলে সেদিন বিভিন্ন সমস্যা হয়েছে। অনুষ্ঠানটি কভার করতে আসা সাংবাদিকরা নানান সমস্যার সম্মুখীন হয়েছেন, বাধ্য হয়ে তারা অনুষ্ঠানটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী এতে অত্যন্ত দুঃখিত হয়েছেন, এমন ঘটনা রাজ্যে কোথাও হয়নি। এর পুরোপুরি দায় ডিডিআইপিআর ইন্দ্রানী গোস্বামীর, ফলে তাকে তার পদ থেকে বরখাস্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ ছিল। বছরের বেশিরভাগ সময় শিলচরে থাকতেন না তিনি, এমনটাও জানা গেছে। তবে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার পর খবরটি প্রকাশ্যে আসে। প্রাথমিকভাবে জেলা প্রশাসনের এক আধিকারিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। তবে এবার ইন্দ্রানী গোস্বামীকে পাকাপাকিভাবে বরখাস্ত করে একটি কড়া বার্তা দিয়েছে সরকার।

সম্প্রতি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে জনসংযোগ বিভাগের কাজের খামতি দেখা গেছে। এর ফলে অবাঞ্ছিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে প্রশাসন এবং সংবাদমাধ্যমকে।

এদিকে বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের ডেপুটি ডাইরেক্টর ইন্দ্রানী গোস্বামীর সাময়িক বরখাস্তের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলার ডেপুটি ডিরেক্টর মোঃ সাজ্জাদুল হক চৌধুরীকে কাছাড় জেলার বিভাগীয় দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত দায়িত্বভার অর্পণ করা হলো। সাজ্জাদুল চৌধুরী তার নিয়মিত কাজ চালিয়ে এই অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করবেন ।

অসমের রাজ্যপালের তরফ থেকে অসম সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের কমিশনার ও সেক্রেটারি, প্রীতম শইকিয়া, আইএএস স্বাক্ষরিত অপর এক আদেশক্রমে এই নিয়োগের ব্যাপারে জানানো হয়েছে।

এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয় এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

 

 

Comments are closed.