
সাংবাদিক পরিচয় দিয়ে অর্থ আদায়, আটক পার্থসারথি দে
সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ আদায়ের অভিযোগে পার্থসারথি দে নামক এক যুবককে আটক করল পুলিশ।
পার্থসারথি দের বিরুদ্ধে অভিযোগ, সে অনেক দিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে, ম্যাগাজিন প্রকাশ করার নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ আদায় করছিল।
পার্থ সারথি শিলচর, অম্বিকাপট্টির হিতেশ বিশ্বাস রোডের বাসিন্দা। সুদর্শন পার্থ সারথিকে গতকাল আটক করেন প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ‘বায়োমেড’ এর কর্মচারীরা। পার্থ কিছুদিন আগে সাংবাদিক পরিচয়ে ম্যাগাজিন প্রকাশের নাম করে দুই হাজার টাকা নিয়ে যায় বায়োমেড থেকে। পরে বায়োমেড কর্তৃপক্ষ জানতে পারেন যে, পার্থ একজন ভুয়ো সংবাদিক। গতকাল আবার বায়োমেড থেকে অর্থ আদায়ের চেষ্টা করলে তাকে সাথে সাথে শনাক্ত করে পুলিশের কাছে সমঝে দেন বায়োমেড কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গেছে, পার্থসারথির কাছে শিলচর প্রেসক্লাবের একটি মেম্বারশিপ কার্ড পাওয়া গেছে । তার কাছে কিভাবে এই কার্ড এলো, তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই প্রতারণার খবরে সংবাদ জগতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে
Comments are closed.