Also read in

করোনা'র বিরুদ্ধে সংগ্রামে রবিবার ২২শে মার্চ দেশে জনতা কার্ফু, ঘোষণা মোদীর

করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব!এমন উদ্বেগজনক পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ”দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও এখন ভয়াবহ পরিস্থিতি চলছে। মানবসভ্যতা এ সংকটের মুখে। কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা”।

মোদী আরও বলেন, ”আমি যখন যা চেয়েছি, তা আপনারা দিয়েছেন। আপনাদের কাছে এখন আপনাদের কিছু সময় চাইছি। এখন সকলকে সতর্ক থাকতে হবে। সকলকে একজোট হয়ে কাজ করতে হবে”।

এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় দেশে জনতা কার্ফু ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ”রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সমস্ত দেশবাসীকে জনতা কার্ফু পালন করতে হবে। এ সময় কেউ বাড়ি থেকে বেরোবেন না। নিজেদের বাড়িতে থাকবেন। জনগণের জন্য থাকবে জনতা কার্ফু”, জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

রবিবার বিকেল ৫টায় পাঁচ মিনিটের জন্য ধন্যবাদ জানাতে হবে ডাক্তার, নার্স, মিডিয়া কর্মী তথা অন্যান্য পেশার কর্মীদের, যারা এই সঙ্কটেও তাদের সেবা কার্য চালিয়ে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, “আপনারা যদি ভাবেন আপনি করোনা আক্রান্ত হবেন না, তাই সব জায়গায় ঘুরে বেড়াবেন, তাহলে তা মোটেই ঠিক নয়। আপনি নিজে আপনার বিপদ ডেকে আনছেন। এই ক’টা দিন বাড়ির বাইরে বেরোবেন না। বাড়িতে থেকে প্রয়োজনীয় কাজ করুন। ভিড়ভাট্টা এড়িয়ে চলুন। অফিসের কাজ বাড়িতেই করুন।” তাছাড়া বরিষ্ঠ নাগরিকদের প্রতি বিশেষ খেয়াল রাখতে অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

Comments are closed.