Also read in

রাজ্যের পাঁচটি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত হলো: শিলচরে সুস্মিতাই, করিমগঞ্জে স্বরূপ দাস

ত্যাশা অনুযায়ী শিলচর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হচ্ছেন সুস্মিতা দেব। ধোঁয়াশা ছিল করিমগঞ্জ আসন নিয়ে, তাও দূর হলো। করিমগঞ্জ থেকে স্বরূপ দাসই কংগ্রেস প্রার্থী; তার তপশিলি জাতি সার্টিফিকেট নিয়ে নিশ্চয়তা মিলেছে। সতু রায় কর্তৃক সুপারিশকৃত এইউডিএফ প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে কংগ্রেস প্রার্থী করার অদ্ভুত দাবি ধোপে টিকলো না।

গতকাল কংগ্রেস দলের পক্ষ থেকে ১৮ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় আসামের ৫ জন সহ উত্তর পূর্বের ৯জন প্রার্থীর নাম রয়েছে।

আসামের ৫টি কেন্দ্রের প্রার্থীরা হচ্ছেন এরকম,

করিমগঞ্জ (তফসিলি জাতি): স্বরূপ দাস

শিলচর : শ্রীমতি সুস্মিতা দেব,

কলিয়াবর : গৌরব গগৈ,

যোরহাট: সুশান্ত বরগোঁহাই,

ডিব্রুগড়: পবন সিং ঘাটোয়ার।

গতকাল ঘোষিত তালিকায় উত্তর-পূর্বের আরও তিনজন রয়েছেন। শিলং (তপশিলি উপজাতি) কেন্দ্রের জন্য বর্তমান সংসদ ভিনসেন্ট এইচ পালার নাম ঘোষিত হয়েছে।

তুরা (তপশিলি উপজাতি) কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ মুকুল সংমা কংগ্রেস প্রার্থী হচ্ছেন।নাগাল্যান্ড কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হচ্ছেন কে এল চিসি। সিকিমে কংগ্রেস প্রার্থী হবেন ভারত বাসনেট।

এখানে উল্লেখ্য, কংগ্রেস প্রার্থী হিসেবে সুস্মিতা দেবের নাম সর্বস্তরে সুপারিশ করা হয়েছিল এবং সেই অনুযায়ী তিনি শিলচর নির্বাচনী এলাকায় ইতিমধ্যেই জোরদারভাবে প্রচার শুরু করে দিয়েছেন।

Comments are closed.