
কংগ্রেস দল থেকে বরখাস্ত হচ্ছেন গৌতম, সিদ্ধান্তে সিলমোহর পড়বে আগামীকাল
শেষমেষ কংগ্রেস দল থেকে বরখাস্ত হচ্ছেন একসময়ের ডাকসাইটে কংগ্রেস নেতা গৌতম রায়। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের পদাধিকারীদের বৈঠকে গৌতম রায়কে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হলো। একইভাবে সাসপেন্ড হচ্ছেন রমেন বরঠাকুর, প্রাক্তন সাংসদ দ্বিজেন শর্মা, প্রদেশ মহিলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি শাহনাজ ইয়াসমিন হক এবং পার্থ প্রতিম বরা। বিগত নির্বাচনে দল বিরোধী কাজের জন্য তাদেরকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার দলের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্তে পাকাপাকি সীলমোহর পড়বে বলে জানা গেছে।
এখানে উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থী জেতায় মিষ্টি মুখের পাশাপাশি আবির খেলায় মেতে উঠেছিলেন হাইলাকান্দির এই দোর্দণ্ডপ্রতাপ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। এই নিয়ে কংগ্রেস দলের তরফ থেকে শোকজও করা হয়েছিল তাকে।
বিগত লোকসভা নির্বাচনে বরাকের দুটি আসনেই হার স্বীকার করে নিতে হয় কংগ্রেসকে। নির্বাচনী ফলাফল প্রকাশের পরই প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা জানিয়েছিলেন যে গৌতম রায়ের বিরুদ্ধে দলের অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।
দলের এই সিদ্ধান্তের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে গৌতম রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে,” জয় শ্রীরাম বা ‘ভারত মাতা কি জয়’ বলা কোন অপরাধ নয় । আমি সনাতন ধর্মের লোক, ভগবান শ্রী রামচন্দ্রকে স্মরণ করার মধ্যে আপত্তি কিসের।” এই করে করেই আজ রাজনৈতিক দলগুলোর এই দুর্দশা হয়েছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন গৌতম রায়।
Comments are closed.