Also read in

সোমবার হাইলাকান্দি আসছেন  গোলাম নবী আজাদ 

হাইলাকান্দির সাহাবাদ বাইপাস এলাকায় অনুষ্ঠেয় এক ইসলামি সম্মেলনে অংশ নিতে  আগামী সোমবার একদিনের সফরে হাইলাকান্দি আসছেন রাজ্যসভার বিরোধী দল নেতা গোলাম নবী আজাদ ।। ৪ মার্চ সকালে স্পাইস জেটের বিমানে দিল্লি থেকে শিলচর আসবেন।  এরপর সড়কপথে হাইলাকান্দির সাহাবাদ বাইপাস এলাকায় যাবেন।  সেখানে ইসলামী সম্মেলনে অংশ নিয়ে বিকেলে শিলচর ফিরে যাবেন।  শিলচরে রাত যাপন করে  ৫ মার্চ সকালে স্পাইস জেটের বিমানে দিল্লি ফিরে যাবেন। 

উল্লেখ্য,আলমারকাজুল মিল্লির দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলন ও জ্বামিয়া ইছলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার প্রথম বার্ষিক অনুষ্ঠান আগামী চার মার্চ সোমবার  সমস্ত দিনব্যাপী কার্যসূচির মাধ্যমে  হাইলাকান্দির সাহাবাদ বাইপাস লাগোয়া খোলা মাঠে অনুষ্ঠিত হবে।  আলমারকাজুল মিল্লির প্রতিষ্ঠাতা আলহাজ শ্বেখ হজরত মওলানা  হুছাইন আহমদ বড়ভুইয়ার  পৌরোহিত্যে অনুষ্ঠিতব্য দিনব্যাপী  সম্মেলনে  আমন্ত্রিত অতিথি হিসেবে রাজ্যসভার বিরোধী দলনেতা, সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম নবী আজাদ,  রাজ্যসভা সাংসদ আহমদ প্যাটেল,  প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা ,  সহ প্রধান অতিথি হিসেবে উত্তর প্রদেশের মিরাটের শ্বেয়খুল হাদিস হজরত মওলানা মাহফুজুর রাহমান শাহীন জামালি,  মুখ্য অতিথি  ছদর সুওবায়ে তফছীর ও উস্তাদে হাদিস নদওয়াতুল উলামা  হজরত মওলানা সৈয়দ  ছুহাইব হুছাইনী  সহ বহু ইসলামী পন্ডিত অংশ গ্রহণ করবেন।।

শুক্রবার আলমারকাজুল মিল্লি কমিটির পক্ষে শ্বেখ হজরত মওলানা হুছাইন আহমদ বড়ভুইয়া এক বিবৃতিতে  এ খবর জানিয়ে বলেন,  ইসলামি সম্মেলনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়ে উঠেছে।  সাহাবাদ বাইপাসে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে।  আমন্ত্রিত অতিথিরা প্রত্যেকেই  আসছেন বলে  জানিয়েছেন।। এদিকে  উত্তর পূর্ব ভারতের এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামিরের প্রয়াত আমিরে শরিয়ত আল্লামা তৈয়িবুর রহমান বড়ভুইয়ার  মৃত্যুতে শুক্রবার  জ্বামিয়া ইছলামিয়া হুছাইনিয়া মাদ্রাসায়  মওলানা হুছাইন আহমদ বড়ভুইয়ার সভাপতিত্বে  এক শোক সভা অনুষ্ঠিত হয়।  সভায় অন্যান্যদের মধ্যে মওলানা মনির উদ্দিন,  হাফিজ সাহিদুর রহমান, হাফিজ  হাসান আহমদ,  বিলাল উদ্দিন প্রমুখ অংশ নিয়ে প্রয়াত আমিরে শরিয়ত মওলানা তৈয়িবুর রহমান বড়ভুইয়ার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন।। সভায় মওলানা হুছাইন আহমদ বড়ভুইয়া জানান,  চার মার্চ সোমবার অনুষ্ঠিতব্য  ইসলামি সম্মেলনে বিকেল চারটায় প্রয়াত আমিরে শরিয়ত আল্লামা তৈয়িবুর রহমান বড়ভুইয়ার  মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

Comments are closed.