Also read in

গৌতম রায়কে শোকজ করল কংগ্রেস, এদিকে বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে

বরাক উপত্যকার রাজনীতিতে কয়েকদিন পর পর যে রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয় তিনি আর কেউ নন, দাপুটে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। কংগ্রেস ছেড়ে তার বিজেপিতে যোগ দেওয়া বা না দেওয়ার জল্পনায় অনেকবারই চায়ের কাপে ঝড় উঠেছে, রাজনৈতিক আলোচনায় বিষয় হয়ে উঠেছে, সাধারণ মানুষের জিজ্ঞাসার কারণ হয়ে উঠেছে। আসলে এই জল্পনার কেন্দ্রবিন্দু গৌতম রায় বলেই বারবার তা সংবাদ হয়ে উঠছে।

এবার করিমগঞ্জ থেকে কৃপানাথ মালাহ লোকসভা আসনে জয়ী হওয়ার পর কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী গৌতম রায় সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন বলে প্রাপ্ত এক সূত্রের খবরে আবার সেই জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে। এরপর এক সাংবাদিক সম্মেলনে যখন এই ঘটনাকে সূত্র করে সাংবাদিকরা রাজদীপ রায়ের কাছে এ ব্যাপারে তার অভিমত জানতে চান তখন অবশ্যই বিষয়টি অন্য মাত্রা পায়। আবার সদ্য নির্বাচিত সাংসদ রাজদীপ রায় যখন এর উত্তরে বলেন যে বিজেপির অনুশাসন মেনে যদি গৌতম রায় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে চান তাতে কোন অসুবিধা থাকার কথা নয়। অন্যান্য আরো অনেক নেতার মত গৌতম রায়ও যদি বিজেপির অনুশাসন পালন করে দলের সদস্য হওয়ার যোগ্যতা প্রমাণ করতে পারেন তাহলে তাকে বিজেপিতে গ্রহণ করা যেতেই পারে।

রাজদীপ রায়ের এ ধরনের মন্তব্য এতদিনের জল্পনা বাস্তবে সত্যি হতে চলেছে বলে অনেকে ভাবতে শুরু করলেও আনুষ্ঠানিকভাবে এর কোনো সত্যতা নেই। কারণ কৃপানাথ মালাহ’র জয়ী হওয়ার ঘটনা গৌতম রায়কে খুশি করলেও আনুষ্ঠানিকভাবে তিনি এখনো বিজেপির সঙ্গে যোগাযোগ করেননি বলে জানা যায়।

এদিকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও গৌতম রায়কে শো-কজ নোটিশ দেওয়া হয়েছে। বিরোধী দলের জয়ে আনন্দে মেতে ওঠার জন্য রায়কে শো-কজ নোটিশ প্রদান করেছে প্রদেশ কংগ্রেস। শো-কজের উত্তর দেওয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। গৌতম রায় শো-কজের কি উত্তর দেন সেটার জন্যই দল অপেক্ষা করছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর মিষ্টি বিতরণের ঘটনাটির সত্যতা প্রমাণ হলে দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কড়া অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহন করা হবে‌ বলে বলা হয়েছে।

এই অবস্থায় কংগ্রেস নেতা গৌতম রায়ের বিজেপিতে যোগ দানের ঘটনা শুধু জল্পনা হিসেবেই রয়ে যাবে না বাস্তবায়িত হবে তা সময়ই বলে দেবে। তবে আবারও একবার দাপুটে নেতা গৌতম রায় আলোচনার কেন্দ্রবিন্দু তা অবশ্যই বলা যায়।

Comments are closed.

error: Content is protected !!