Also read in

লাঠিগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত কংগ্রেস নেতা পার্থ রঞ্জন চক্রবর্তী, বেহাল সড়ক নিয়ে ক্ষোভ জনতার

শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ রঞ্জন চক্রবর্তী আজ এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। উধারবন্দের লাঠিগ্রামের কাছে বুধবার বিকেল চারটায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় জানা যায়, শিলচর অভিমুখে তার গাড়িটি দ্রুতবেগে ছুটে আসার সময় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় প্রকাশ,একটি বলেরো অ্যাম্বুলেন্স গাড়ি একটি অল্টো গাড়ির পেছনে ধাক্কা মারে এবং পেছনে থাকা ওয়াগনার গাড়ি এম্বুলেন্সের পেছনে ধাক্কা মারে। ফলে ওয়াগনার গাড়িতে থাকা কংগ্রেস নেতা পার্থ রঞ্জন চক্রবর্তী গুরুতরভাবে আহত হন। এই ঘটনায় এম্বুলেন্সে থাকা এক মহিলাও আহত হন।

 

 

সঙ্গে সঙ্গে স্থানীয় নাগরিকরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পার্থ রঞ্জন চক্রবর্তীকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। দুর্ঘটনার ফলে তার কপাল এবং পায়ে আঘাত লাগে বলে জানা যায়। এদিকে অল্টো গাড়ি এবং ওয়াগনার গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

 

অন্যদিকে জানা যায়, লাঠি গ্রামের এই রাস্তাটি একদিক থেকে বন্ধ রয়েছে এবং অন্যদিকে রাস্তার বেহাল অবস্থার জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে। স্থানীয় নাগরিকরা এ রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি রাস্তা সংস্কার না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।এখানে উল্লেখ করা যেতে পারে, মহাসড়কের বেহাল অংশ সংস্কার করার জন্য সরকারের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

Comments are closed.

error: Content is protected !!