Also read in

শিলচরের রাঙ্গিরখালে গার্ড ওয়াল নির্মাণে নিয়োজিত শ্রমিকের মাটি ধসে মৃত্যু

শিলচরে বন্যা প্রতিরোধের প্রয়োজনে রাঙ্গিরখালে কয়েকদিন আগে গার্ড ওয়াল নির্মাণের কাজ শুরু হয়। যাইহোক, চলমান নির্মাণ কাজ চলাকালীন আজ একটি ভূমি ধসের ঘটনা ঘটেছে, যার ফলে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যায় যখন শ্রমিকের পায়ের নিচের মাটি সরে যায়, যার ফলে সে পড়ে যায় এবং মাটির নিচে চাপা পড়ে যায়। হঠাৎ মাটি ধসে পড়ায় অনেক শ্রমিক মেশিনসহ নিচে পড়ে যান। এতে এক শ্রমিক মাটির নিচে আটকা পড়ে। অন্যান্য কর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও, তাকে উদ্ধার করতে অনেক সময় লেগেছিল, এবং অবশেষে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। মৃত শ্রমিকের নাম সোমা ওরাও এবং তিনি ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় একজন শ্রমিক বলেন, “মিশ্রন মেশিনের পাশে একটি গর্ত ছিল। আমরা অসুবিধার সম্মুখীন হয়েছিলাম তাই আমরা মেশিনটি ধাক্কা দেওয়ার চেষ্টা করছিলাম। সেই প্রক্রিয়া চলাকালীন মাটি ধসে পড়ে এবং আমাদের একজন সহকর্মী নিচে পড়ে যায় এবং মাটির নিচে চাপা পড়ে যায়।”

Comments are closed.

error: Content is protected !!