Also read in

বদলি হলেন বিতর্কিত রেলকর্মী অর্পিতা দাস , তার জায়গায় এআরএস হিসেবে দায়িত্ব নিচ্ছেন গুরমিত সিং

 

টিকিট জালিয়াতিসহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত রেলকর্মী অর্পিতা দাস শেষ পর্যন্ত বদলি হলেন শিলচর থেকে। তাকে আগরতলা বদলি করা হয়েছে। তার জায়গায় গুরমিত সিংকে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, রেলের এন্টি ফ্রড শাখা অর্পিতাকে হাতেনাতে ধরেছিল। কারণ ছিল আর্থিক কেলেঙ্কারি।শুধু তাই নয় টিকিট জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন অর্পিতা। এখানে আরও উল্লেখ্য, শিলচর রেলস্টেশনে অর্পিতা দাস এআরএস হিসেবে কর্মরত ছিলেন।

হাতেনাতে ধরা পড়ার পর সাময়িকভাবে তাকে বদলি করা হলেও আশ্চর্যজনকভাবে তিনি আবার শিলচর ফিরে আসেন। কিন্তু বরাক বুলেটিন সহ বিভিন্ন মাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত রেলকর্মীকে কিভাবে আবার শিলচর ফিরিয়ে আনা হল তা নিয়ে প্রশ্ন উত্থাপন করে। ফলে বিষয়টি নিয়ে বিভাগ আবার ভাবতে বাধ্য হয় । তাই শেষ পর্যন্ত উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শিলচর আসতে বাধ্য হন এবং অর্পিতার বদলির নির্দেশ দেন।

অর্পিতা দাসের জালিয়াতি ধরা পড়ার পর ছয় মাসের ইনক্রিমেন্ট কর্তন সহ বিভাগের তরফে আরও শাস্তি প্রদান করা হয়েছিল। সেই কর্মীকে শিলচর রেল স্টেশনের চিফ রিজার্ভেশন সুপারিনটেনডেন্ট ইনচার্জের হিসেবে আবার নিযুক্তি দেওয়া হয়। খুব স্বাভাবিক ভাবেই রেল বিভাগ প্রশ্নের সম্মুখীন হয় যে একজন দুর্নীতির দায়ে অভিযুক্ত আধিকারিককে কিভাবে শিলচর রেল স্টেশনে এ পদে নিযুক্তি দেওয়া হল। প্রশ্ন উঠল সরকারের জিরো টলারেন্স নীতি নিয়েও। এই অবস্থায় জেনারেল ম্যানেজার এ ব্যাপারে কড়া নির্দেশ দেন। সেইসঙ্গে শিলচর রেল স্টেশনের এআরএস পদ থেকে তাকে বদলি করার জন্য নির্দেশ দেন। ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।

উত্তর পূর্ব রেল অভিযুক্ত রেলকর্মীকে বদলি করে সাধারণ মানুষের কাছে রেলের ভাবমূর্তি সঠিক করার প্রচেষ্টা করল। কিন্তু সাধারণ মানুষের অভিযোগ অনুযায়ী, শুধু অর্পিতা দাস নন, টিকিট জালিয়াতির সঙ্গে জড়িত রয়েছে এক বিরাট চক্র। যাত্রীদের অভিযোগ অনুযায়ী অর্পিতা দাসের সঙ্গে টিকিট দালালচক্রের যোগসূত্র রয়েছে।

এদিকে শিলচর রেল স্টেশনের দুর্নীতির বিষয়ে সাংসদ রাজদীপ রায় জানান যে বরাক উপত্যকার রেল বিভাগের বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে ডাকা হয়েছিল।অনুরোধ অনুযায়ী জেনারেল ম্যানেজার শিলচরে আসার পর এলাকার বিভিন্ন সমস্যা এবং দুর্নীতি বিষয়ে সাংসদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত অর্পিতা দাসকে শিলচর থেকে বদলি করা হলেও এখন দেখার বিষয় পরবর্তী পদক্ষেপ কী গ্রহণ করা হয়। সেইসঙ্গে অতীতের ঘটনার পুনরাবৃত্তি ঘটে কিনা তাও দেখার বিষয়।

Comments are closed.