Also read in

আরকাটিপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত দুজন গ্রেফতার

দীপাবলির সন্ধ্যায় উধারবন্দ থানার অন্তর্গত আরকাটিপুরে পুলিশের ওপর জুয়াড়িদের হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ। রংপুর প্রথম খন্ডের আরকাটিপুর এলাকার বাসিন্দা সুদর্শন নুনিয়া এবং রাম সিংহাসন নুনিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সুদর্শন রামসাই নুনিয়ার এবং রাম সিংহাসন রামপ্রসাদ নুনিয়ার ছেলে বলে জানা যায়।

ঘটনায় প্রকাশ, মঙ্গলবার রাতে উদারবন্দ পুলিশ আরকাটিপুর এলাকায় অভিযান চালিয়ে এদের দুজনকে গ্রেফতার করতে সমর্থ হয়। জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের বিষয়ে পুলিশ জানতে পেরেছে বলে উদারবন্দ থানার ওসি অসিত সুত্রধর জানান। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরকেও গ্রেফতার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, কালীপূজার সন্ধ্যায় পুলিশ রুটিন তল্লাসি অভিযানে বের হয়। আরকাটিপুর এলাকায় রেললাইনের পাশে তখন জুয়াড়িদের আসর বসেছিল। সেটাকে লক্ষ্য করে পুলিশ গাড়ি থামাতেই জুয়াড়িরা পুলিশের গাড়িতে আক্রমণ করে। হামলা চালাতে জুয়াড়িরা পাথর ছুৃঁড়তে শুরু করে। পাথরের আঘাতে পুলিশের গাড়ির চালক আহত হন। পুলিশের ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়। অবস্থা বেগতিক দেখে পুলিশ কর্মীরা তখন সেখান থেকে সরে পড়েন।

এরপর তাদের বিরুদ্ধে নং ২৫৪/১৯ মামলা এবং ভারতীয় দণ্ডবিধির ১৪৩/৩৫৩/৩৩৬/৪২৭ ধারায় মামলা নথিভুক্ত করা হয়। পুলিশের হাতে ধৃতদের বুধবার আদালতে পেশ করা হয়।

Comments are closed.

error: Content is protected !!