করোণা আতঙ্ক: এক ফরাসি দম্পতিকে স্ক্রিনিংয়ের জন্য পাঠানো হলো শিলচরের সিভিল হাসপাতালে
করোণা আতঙ্কে যখন মানুষের দিশেহারা অবস্থা, তখন কোনও বিদেশি দম্পতিকে হোটেলে জায়গা দেওয়া খুব সহজ কথা নয়! এমনই এক ঘটনা ঘটল আজ শিলচরে। শিলচরের হোটেলগুলো বিদেশি নাগরিক হওয়ার কারণে এক দম্পতিকে হোটেলে জায়গা দিতে অস্বীকৃতি জানায়।সেই দম্পতি সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখালেও বর্তমান পরিস্থিতির শিকার হয়ে হোটেল কর্তৃপক্ষ দ্বিধায় পড়ে যান তাদেরকে হোটেলে কামরা দিতে।এরপর এই দম্পতি পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তাদের শহরে আবাসনের ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের কাছে অনুরোধ জানান।সঙ্গে সঙ্গে পুলিশ কর্মকর্তারা তাদের স্ক্রিনিংয়ের জন্য প্রথমে শিলচর সিভিল হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।
কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস এ ব্যাপারে বলেন,” দুজনই ফরাসি নাগরিক এবং দম্পতি জানান যে তারা চেরাপুঞ্জি থেকে শিলচর এসেছেন। সেখানে তারা তাদের ছুটি কাটাচ্ছিলেন। যেহেতু তারা বিদেশি নাগরিক এবং সড়ক পথে শিলচর এসেছেন, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা তাদের হাসপাতালে পাঠিয়েছি। তারা করোণা ভাইরাসে আক্রান্ত কিনা সে বিষয়ে যাচাই করার জন্য। তাদের স্ক্রীনিংয়ের ফলাফলের উপরই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ।”
অন্যদিকে সেই দম্পতি জানান, আগামীকাল তারা বিমান ধরবেন এবং সেই বিমানে তারা কলকাতা হয়ে দিল্লি যাবেন। এখানে উল্লেখ করা যেতে পারে, ভারত সরকার ইতিমধ্যেই ভারতে বিদেশিদের প্রবেশ রুখতে সমস্ত অ-প্রয়োজনীয় ভিসা বাতিল করার ঘোষণা করেছে। জগদীশ দাস আরো জানান,”আমরা ফরাসি দম্পতির বিষয়টি নিয়ে জেলা প্রশাসনকে ইতিমধ্যেই অবহিত করেছি।”
তবে তিনি স্পষ্ট জানান যে দম্পতি দুজনকে ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, মোটেই ভাইরাসে আক্রান্ত বলে নয়। তবে এখন দেখার বিষয় যে কাছাড়ের জেলা প্রশাসন এই দম্পতিদের আগামীকাল বিমানে যাত্রা করার অনুমতি দেন কিনা।
Comments are closed.