করোনা আতঙ্ক: পুরোপুরি সিল করা হলো শিলচরের এক বহুতল ভবন, দুই ব্যক্তি সন্দেহের আবর্তে
শিলচর এনএন দত্ত রোডের আরিহান্ত অ্যাপার্টমেন্টৈর দুই ব্যক্তি সম্প্রতি গুয়াহাটি থেকে বিমানে আইজল যান এবং সেখান থেকে সুমোতে করে শিলচর আসেন। যেহেতু মিজোরামে প্রথম করোনা ভাইরাস আক্রান্তের ঘটনা ধরা পড়েছে ফলে এই দুই ব্যক্তি সন্দেহের আবর্তে রয়েছেন। তাদের ট্রাভেল হিস্ট্রির উপর ভিত্তি করে বুধবার সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট সিল করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বরাক উপত্যকায় এটি প্রথম অ্যাপার্টমেন্ট যাকে পুরোপুরি কোয়ারেন্টাইন করা হয়েছে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত অ্যাপার্টমেন্ট বন্ধ থাকবে। ২৪ ঘন্টা পাহারায় থাকবে পুলিশ। সন্দেহজনক দুই ব্যক্তির কোভিড-১৯ ভাইরাস পরীক্ষা করা হবে। তাদের টেস্ট রিপোর্ট যদি পজিটিভ হয় তবে অ্যাপার্টমেন্টের প্রত্যেক ব্যক্তির পরীক্ষা করানো হবে।
বুধবার বিকেল তিনটে নাগাদ স্বাস্থ্য বিভাগের একটি দল ওই বিল্ডিং এ উপস্থিত হয়, তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ। সম্ভবত মিজোরামের করোনা পজিটিভ রোগী যে ফ্লাইটে এসেছিলেন এই দুই ব্যক্তি ও একই ফ্লাইটে আইজল গেছেন। সেখান থেকে তারা সুমো গাড়ি করে শিলচর এসেছেন।
তবে, তারা নিজেদের ট্রাভেল হিস্ট্রি প্রশাসনের কাছে জানাননি। প্রশাসনের পক্ষ থেকে খবর পেয়ে তাদের আটক করা হয়েছে। তাদের শিলচর মেডিকেল কলেজে প্রাথমিক পরীক্ষা হবে এবং স্যাম্পল গুয়াহাটি ও পুনেতে পাঠানো হবে। শিলচরে ফেরার পর তারা আরও দুটি জায়গায় গেছেন বলে ধারণা রয়েছে। সেই দুই বিল্ডিংয়েও যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। যদি পরিস্থিতি সন্দেহজনক মনে হয় তবে সেই বিল্ডিংগুলোকেও সিল করা হবে। তবে সবটাই নির্ভর করছে ওই দুই ব্যক্তির টেস্ট রিপোর্টের উপর। তাদের টেস্ট পজিটিভ এলে সেদিন সুমোতে যারা তাদের সঙ্গে এসেছেন সেই যাত্রীদের ও কোয়ারেন্টাইন করা হবে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সুমন চৌধুরী খবরটি জানিয়েছেন।
বিল্ডিং সিল করার পর অ্যাম্বুলেন্সে করে দুই সন্দেহজনক ব্যক্তিকে অত্যন্ত সাবধানতায় শিলচর মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়েছে বলে খবর রয়েছে।
Comments are closed.