করোনা: আর্জেন্টিনার নাগরিককে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঠানো হলো শিলচর সিভিল হাসপাতালে
শিলচর রেলওয়ে স্টেশন থেকে আজ এক আর্জেন্টিনার নাগরিক লুই লিজান্ড’কে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিলচর সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে ভর্তি করা হলো। তবে, তার শরীরে করোনা ভাইরাস (কোভিড -১৯) সংক্রমনের কোন লক্ষণ প্রাথমিকভাবে পাওয়া যায়নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, লুই আজ গৌহাটি-শিলচর এক্সপ্রেসে শিলচর স্টেশনে এসে পৌঁছান। তিনি বিশ্ব ভ্রমণে বেরিয়ে অতি সম্প্রতি নেপাল ভ্রমণ করে এসেছেন এবং শিলচর থেকে মায়ানমারে যাওয়ার উদ্দেশ্য ছিল। শিলচর স্টেশনে থাকা মেডিকেল টিম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ১০৮ এম্বুলেন্সে শিলচর সিভিল হাসপাতালে প্রেরণ করে। তাকে ১৪ দিন নিয়মমাফিক পর্যবেক্ষণে থাকতে হবে বলে মনে করা হচ্ছে।
রিজিওনাল ইনফরমেশন এন্ড পাবলিক রিলেশন্স অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এই তথ্য জানানো হয়েছে।
Comments are closed.