Also read in

করোনা ভাইরাস প্রতিরোধে এবার বন্ধ করে দেওয়া হল উধারবন্দ কাঁচাকান্তি মন্দিরের দরজা

 

এবার বন্ধ করে দেওয়া হল কাছাড় জেলার উধারবন্দের ঐতিহ্যমন্ডিত মা কাঁচাকান্তি মন্দিরের দরজা। সারাদেশে মহামারী রূপ ধারণ করা করোনা ভাইরাস প্রতিরোধের উদ্দেশ্যে মন্দিরের দ্বার সর্বসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে ঘোষণা করেন মন্দির সমিতির সাধারণ সম্পাদক অংশুমান দত্ত।

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে করোনা ভাইরাসের আক্রমণ প্রতিরোধে পরিস্থিতি মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কাছাড় জেলা প্রশাসনের নির্দেশিকা মেনে যাতে করে লোকসমাগম না ঘটে তাই কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই মন্দিরের দরজা।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সর্বসাধারণের জন্য মন্দির বন্ধ থাকবে বলে তিনি উল্লেখ করেন।

 

এখানে উল্লেখ করা যেতে পারে, শুধু শিলচর কিংবা পার্শ্ববর্তী অঞ্চল থেকেই নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে এই কাঁচা কান্তি মন্দিরে আসেন। ফলে প্রচুর লোক সমাগম হয়। বিশেষ করে রবিবার কিংবা ছুটির দিনে ভক্তসংখ্যা উল্লেখনীয়।

কাজেই বর্তমান পরিস্থিতি মোকাবেলায় এ ধরনের পদক্ষেপ জরুরি ছিল। তবে অংশুমান দত্ত এই পদক্ষেপে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন। করোনা ভাইরাস প্রতিরোধে সবার যৌথ প্রচেষ্টা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে কাছাড় জেলা প্রশাসন শুক্রবার থেকে ১৪৪ ধারাও জারি করেছে। জেলা উপায়ুক্ত বর্নালী শর্মা খোলা বাজারে কাটা ফল, শাকসব্জি এবং মাংস বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কোনও ধরণের সামাজিক জনসমাগম নিষিদ্ধ করেছেন।

 

Comments are closed.

error: Content is protected !!