Also read in

করোনা সতর্কতাঃ রাজ্যের সকল স্কুল, কলেজ, সুইমিং পুল, জিম বন্ধ থাকছে ২৯ মার্চ পর্যন্ত

করোনা সতর্কতা হিসেবে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার অসম সরকার সমস্ত সরকারি- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ( স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়) , সুইমিং পুল, জিম প্রভৃতি আগামী ২৯ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, সিবিএসই এবং বোর্ডের পরীক্ষা গুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। তাই, চলতি সিবিএসই পরীক্ষা যথারীতি নেওয়া হবে।

রাজ্যের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ এক সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানালেন।

করণা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে কোর কমিটি গঠন করা হয়েছে, অনুরাগ গোয়েল নিযুক্ত হয়েছেন নোডাল অফিসার।

উল্লেখযোগ্য যে ভারতবর্ষে করোনা ভাইরাস আক্রান্তদের সংখ্যা একশোর কাছাকাছি পৌঁছেছে তবে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে এখন পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রথমে আসাম রাজ্য সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রার্থনা সমাবেশ, শিক্ষামূলক ভ্রমণ ইত্যাদি বন্ধ করে। তবে এখন ভাইরাসের প্রকোপ আটকাতে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৯ মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

Comments are closed.