Also read in

হাইলাকান্দি জেলায়ও কোভিড ১৯ আক্রান্ত হলেন একজন, আসামে সর্বমোট ২৮ জানালেন হিমন্ত

বরাক উপত্যকার কাছাড় এবং করিমগঞ্জ জেলায় আগেই একজন করে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন । বরাক উপত্যকার জনগণের উৎকণ্ঠা বাড়িয়ে দিয়ে এবার হাইলাকান্দি জেলায় ও একজন  কোভিড১৯ আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল।

রাত নটায় এক টুইটের মাধ্যমে এই উদ্বেগজনক সংবাদ জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ওই ব্যক্তির অতিসম্প্রতি সৌদি আরব ভ্রমণ করে আসার তথ্য জানা গেছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে ওই ব্যক্তির নাম, ফয়জুল হক বড়ভূইয়া।  হাইলাকান্দি জেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার উত্তরে,  বোয়ালিপার বাজার যাওয়ার আগে বি এড কলেজের পশ্চিম দিকে বড়জুরাই গ্রামে তার বাড়ি।  ৬৫ বৎসর বয়স্ক ফয়জুল হক এক হাই মাদ্রাসার অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী । অতি সম্প্রতি তিনি ওমরাহ হজ পালন করে এসেছেন সৌদি আরব থেকে।

উল্লেখ্য, প্রত্যেক মুসলমানের জন্য তাদের জীবনকালে হজ পালন করা বাধ্যতামূলক যদি তারা শারীরিকভাবে উপযুক্ত এবং আর্থিকভাবে এটি করতে সক্ষম হয়। পক্ষান্তরে ওমরাহ সুন্নত। হজ এক নির্দিষ্ট সময়ে করতে হয়, কিন্তু ওমরাহ বৎসরে যে কোন সময়ই করা যায়।

এখানে আরো উল্লেখ করা যায়,  আসামের প্রথম করোনা আক্রান্ত রোগী করিমগঞ্জ জেলার হাসানপুরের মুফতি জামাল উদ্দিন এবং কাছাড়ের রানীঘাট এলাকার পেলাডহর গ্রামের সাজিবুর রহমানের চিকিৎসা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চলছে।

আজ সকালেও আসামে  করোনা সংক্রমনের আরো একটি তথ্য এসেছিল রাজ্যের ধুবড়ি জেলা থেকে।  ওই ব্যক্তি নয়া দিল্লির নিজামুদ্দিন মারকাজ তাবলীগী জামাতের সমাবেশের সঙ্গে সংযুক্ত। ইতিমধ্যে প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতে ও গতকাল রাতে একজনের দেহে করোনা সংক্রমণের নিশ্চিত তথ্য পাওয়া গেছে। ওই মহিলা পশ্চিম ত্রিপুরা জেলার উদয়পুরের গীতা রানী কর্মকার ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ১৮ মার্চ গুয়াহাটি থেকে রওনা হয় ১৯ মার্চ আগরতলা পৌঁছেছিলেন।

Comments are closed.