ফেরা হলো না আর ঘরে, কোভিড ১৯ কেড়ে নিল করিমগঞ্জের কুড়িখালা গ্রামের টিপু চৌধুরীর জীবন
প্রবাস জীবন কাটিয়ে আর বাড়ি ফেরা হলো না । করোনাকালে কোভিডের সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি দিলেন উত্তর করিমগঞ্জ সুতারকান্দি কুড়িখালা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত হারিখাই গ্রামের সাইফুল আলম চৌধুরী ওরফে টিপু । কুয়েতের আলদান হাসপাতালে সোমবার ভোরবেলা ভারতীয় সময় চারটায় সময় শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি ।
প্রাপ্ত তথ্য মতে, বিগত কয়েকবছর ধরেই কুয়েতে কর্মরত ছিলেন হারিখাই গ্রামের সাইফুল আলম চৌধুরী । শেষবারের মতো বিগত তিন বছর আগে বাড়ি থেকে ছুটি সেরে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার কিছুদিন পর থেকেই মধুমেহ রোগে ভূগছিলেন টিপু চৌধুরী । তবে বিগত রমজান মাসে গোটা দেশে যখন একশ শতাংশ লকডাউন তখনই কোভিড ১৯ আক্রান্ত হন তিনি । শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ইত্যাদি উপসর্গ দেখা দেয় তার শরীরে । কুয়েতে ঈদের দিন ২৪ মে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি করে তাকে ভর্তি করা হয় সেখানের আলদান হাসপাতালে।
প্রথম সোয়াব পরীক্ষার পর তার কোভিড ১৯ পজিটিভ ধরা পড়ার সঙ্গে সঙ্গে তার শরীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে হাসপাতাল কর্তপক্ষ তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করে। কিন্তু দীর্ঘ কুড়িটা দিন হাসপাতালের ভেন্টিলেশনে থেকে কোভিডের সঙ্গে যুদ্ধ করে হার মানতে হয় চৌধুরীকে । বর্তমানে আলদান হাসপাতালের মর্গে তার মৃতদেহ রয়েছে বলে জানা গেছে কুয়েতে থাকা তার নিকটাত্মীয়ের সূত্র থেকে।
করোনা কালে যেহেতু বাড়ির ঠিকানায় মৃতদেহ নিয়ে আসা সম্ভব হবে না তাই ভারতীয় দূতাবাস এবং স্থানীয় প্রশাসনের সহযোগে সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে ।
Comments are closed.