করোনা : শিলচর ডিএসএ স্টেডিয়াম রূপান্তরিত হচ্ছে মেকশিফট হাসপাতালে
সমগ্র দেশ জুড়ে করোনা (কভিড ১৯) ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং উত্তর-পূর্ব ভারতে ইতিমধ্যেই দুটো পজিটিভ কেস পাওয়ায় এর মোকাবিলায় আসাম সরকার এক বড় ধরনের উদ্যোগ নিচ্ছেন।
হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামকে আগামী ৫-৬ দিনের মধ্যে ১০০০ শয্যা বিশিষ্ট একটি কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এবং এর সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও ডি এস এ স্টেডিয়ামকে অস্থায়ীভাবে একটি মেইক শিফট হাসপাতলে রূপান্তরিত করা হবে। এই অস্থায়ী হাসপাতাল রূপায়নে আসাম রাইফেলস এবং সেনাবাহিনীর সহযোগিতা নেবে সরকার। জেলা প্রশাসন এবং দুর্যোগ মোকাবিলা দপ্তর ইতিমধ্যেই আসাম রাইফেলস কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছেন।
এই ব্যাপারে কাছাড়ের জেলা উপায়ুক্ত বর্ণালী শর্মা একটি মনিটরিং কমিটি গঠন করেছেন। কমিটিতে রয়েছেন এডিসি সুমিত সত্যবান (আইএএস) ডিও সয়েল কনজারভেশন এস এস চালিহা, পি ডব্লিউ ডি কার্যবাহী অভিযন্তা গনেশ চন্দ্র বরা এবং কান্ট্রি প্লেনিং দপ্তরের বি কে শর্মা। এই হাসপাতাল চালাতে সেনাবাহিনীর ডাক্তারদের ও সহায়তা নেওয়া হবে।
এখানে উল্লেখ করা প্রয়োজন, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালকে ও একটি পূর্ণাঙ্গ করোনা হাসপাতলে রূপান্তরিত করা হবে যেখানে শুধু করোনা আক্রান্ত রোগীরাই থাকবেন।
Comments are closed.