Also read in

জ‍্যাকেট কেনা আর হলনা, ডাম্পারের ধাক্কায় প্রান হারাল স্কুল পড়ুয়া

হাইলাকান্দির বাউয়ারঘাট বাইপাস এলাকার জাতীয় সড়কে মঙ্গলবার দ্রুতগামী এক ডাম্পারের ধাক্কায় বেঘোরে প্রান হারাল এক স্কুল পড়ুয়া; নাম আব্দুল আকিত মজুমদার , বয়স ৬, বাড়ি বাউয়ারঘাট এলাকায়।জানা গেছে, এদিন বেলা সোয়া একটা  নাগাদ হাইলাকান্দি শহরের বেসরকারি একটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় রাজপথে প্রান হারায় দ্বিতীয় শ্রেনীর ছাত্র আব্দুল আকিত। এদিন আকিতের পিতা তাকে শীতের জ্যাকেট কিনে দেওয়ার কথা ছিল, তাই তাড়াতাড়ি সে বাড়ি ফিরছিল ।

দুর্ঘটনার পর ডাম্পারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যার্থ হয়। পুলিশ ডাম্পারটি আটক করলেও চালক পালিয়ে যায়।এদিকে দূর্ঘটনার সাথে সাথেই উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সোচ্চার হয়। খবর পেয়ে পুলিশ সহ একে একে ঘটনাস্থলে হাজির হন ম্যাজিস্ট্রেট মধুমিতা নাথ, ত্রিদীপ রায়, এডিসি অমলেন্দু রায়। উত্তেজিত জনতা নিহত ছাত্রের মৃতদেহ নিয়ে রাজপথ অবরোধ করে। প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটরা গেলেও কোন কাজ হয় নি, প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়তে থাকেন। একসময় ছুটে আসেন দুই বিধায়ক সুজাম উদ্দিন লস্কর ও আনোয়ার হোসেন লস্কর। সড়ক অবরোধের ফলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, জেলা প্রশাসনের ভুমিকায় তীব্র ক্ষোভ ব্যাক্ত করেন।। জেলা উপায়ুক্ত আদিল খান ঘটনাস্থলে না যাওয়ায় বিধায়ক ক্ষোভ ব্যাক্ত করেন। জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। নির্বাচনী পর্যবেক্ষকের গাড়ি ও আটকা পড়ে।

হাইলাকান্দির জেলা উন্নয়ন আধিকারিক এফ আর লস্কর ঘটনাস্থলে ছুটে যান। শেষ পর্যন্ত ডিডিসি এফ আর লস্করের হস্তক্ষেপে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন ক্ষুব্ধ জনতা, এরপর পরিস্থিতি শান্ত হয়, মৃতদেহ পরিবারের হাতে সমঝে দেওয়া হয়। শ্রী লস্কর নিহত ছাত্রের পরিবারকে সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Comments are closed.

error: Content is protected !!