Also read in

ইউএসএ ইস্যুতে শিলচর ডি এস এ কে শোকজ নোটিশ দিল আদালত, অবাঞ্ছিত আইনি ঝামেলায় জেলা ক্রীড়া সংস্থা

উধারবন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশনের (ইউ এস এ) অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে অবাঞ্ছিত আইনি ঝামেলায় জড়িয়ে পড়লো শিলচর জেলা ক্রীড়া সংস্থা। একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও সঞ্জু রায়ের পুরনো ইউএস এর কমিটিকে বৈধতা দিয়েছিল জেলা ক্রীড়া সংস্থা। এর বিরোধিতা করে ইউএস এর নতুন কমিটি দু দুবার ডিএসএ তে চিঠি দিয়েছিল। আরজি জানিয়েছিল সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য। কিন্তু ডিএস এ কোন সাড়া দেয়নি। চিঠির জবাব দেওয়ার প্রয়োজনটুকুও মনে করেনি জেলা ক্রীড়া সংস্থা। ফলে একরকম বাধ্য হয়ে ডি এস এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন জানিয়েছিল ইউএসএর নতুন পক্ষ। মহামান্য আদালত সেটা গ্রহণ করেছে।

ইউএস এর পুরনো কমিটি অবৈধ ও শিলচর ডি এস এ সম্পূর্ণ বেআইনিভাবে অনুমোদন দিয়েছে এই কমিটিকে। সেইসঙ্গে জেলা ক্রীড়া সংস্থা একটা বেআইনি কমিটির প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে সঞ্জু রায় কে। মূলত এই দুটি বিষয়কে সামনে রেখেই আদালতের দ্বারস্থ হয়েছে ইউএসএ’র নতুন কমিটি। এই এই দুটি অনৈতিক কাজের বিরুদ্ধে আদালতে আবেদন জানিয়েছে ইউএসএ নতুন পক্ষ। সেই সঙ্গে শিলচর জেলা ক্রীড়া সংস্থার বি জি এমে স্থগিতাদেশের আবেদন জানিয়েছেন নতুন কমিটি। আদালত নতুন কমিটির আবেদন গ্রহণ করেছে। সেইসঙ্গে জেলা ক্রীড়া সংস্থাকে শোকজ নোটিশ জারি করেছে। কেন বিজিএম এর উপর আদালত স্থগিতাদেশ জারি করবে না, ডি এস এর কাছে তার কারণ দর্শাও নোটিশ চেয়ে পাঠিয়েছে।

মামলাটির নথিভুক্ত হয়েছে সিভিল জাজ ওয়ানে। ইউএসএর নতুন পক্ষের হয়ে এই মামলাটি লড়ছেন আইনজীবী নিরালা সিংহ এবং অর্পণ রায়। এই মামলার পরবর্তী শুনানি কবে আগষ্টে। তারা আগে ডি এস এ কে জবাব দিতে হবে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আদালতে মামলা হলেও আসন্ন বি জি এম করতে পারবে জেলা ক্রীড়া সংস্থা। তবে সঞ্জু রায়ের পুরনো কমিটির বিরুদ্ধে আবেদন গ্রহণ করে আদালত কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত দিয়ে রেখেছে। সেটা হচ্ছে, আদালতের কাছে সঞ্জু রায়ের মেম্বারশিপের বৈধতা নিয়ে সংশয় রয়েছে। ডিএসএতে তার প্রতিনিধিত্ব করা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে‌। এত কিছুর পরও যদি এই সঞ্জু রায়কে ডিএস এ বিজিএমে প্রতিনিধিত্ব করতে দেয় এবং তারপর যদি মামলার রায় নতুন কমিটির পক্ষে যায় তখন তো পুরো বিজিএমই অবৈধ হয়ে যাবে। তাই এখন দেখার বিষয় হবে সে কথা মাথায় রেখে ডি এস এ আসন্ন বি জি এমে ইউ এস এর প্রতিনিধিকে অংশ নিতে দেয় কিনা। এছাড়া যেহেতু মামলাটা এখন আদালতে তাই এমন পরিস্থিতিতে শিলচর জেলা ক্রীড়া সংস্থা বিজিএম নিয়ে কতটুকু এগোবে?

Comments are closed.