Also read in

শিশু কন্যাকে যৌন হেনস্থা, হাইলাকান্দির বৃদ্ধকে সাত বছরের কারাদণ্ড

 

দক্ষিন হাইলাকান্দির  এক শিশু কন্যাকে যৌন নির্যাতনের  দায়ে ষাট বছরের এক বৃদ্ধকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করল হাইলাকান্দির আদালত।।  হাইলাকান্দির জেলা ও দায়রা বিচারপতি বুধবার এক চাঞ্চল্যকর রায়ে ষাট বছরের বুদুল দাসকে ৭  বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।।

 

জানা গেছে, ২০১৭  সালের মে মাসে  দক্ষিণ হাইলাকান্দির রামনাথপুর থানার অধীন  প্রত্যন্ত এক  গ্রামে  নারকীয় এই ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার
শিশুকন্যাকে  সেদিন তার পাশের বাড়ির বুদুল দাস নিজের ঘরে ডেকে নিয়ে একাকীত্বের সুযোগে ধর্ষণের চেষ্টা করে। প্রতিবেশী  বৃদ্ধের  এহেন কাণ্ডে ভয় পেয়ে সেই শিশুকন্যা চিৎকার করে কাঁদতে থাকলে  পাশের ঘর থেকে তার মা সেখানে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন।।

শিশুকন্যার মাকে দেখে তখন সেই বৃদ্ধ পালিয়ে যায়। শিশুটি তখন তার মাকে  গোটা ঘটনাটি খুলে বলে। এদিকে ঘটনার পর দুদিন ধরে সামাজিক বোঝাপড়ার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হয় । কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় নির্যাতিতা শিশু কন্যার পিতা সুবল দাস (আসল নাম নয়) তিন মে রামনাথপুর থানায় মামলা দায়ের করেন।

 

পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত বুদুল দাসকে গ্রেফতার করে। এরপর পকসো আইনের চার নং ধারায় পুলিশ আদালতে  চার্জশিট দাখিল করে। আদালত এব্যাপারে পুলিশ চিকিৎসক সহ মোট নয় জনের সাক্ষ্য  গ্রহণ করে। তারপর পকসো আইনের ধারা মতে বুধবার হাইলাকান্দির জেলা ও দায়রা বিচারপতি দেবাশিস ভট্টাচার্য এই চাঞ্চল্যকর রায় দান  করেন।

 

বিচারপতি পাঁচ বছরের শিশুকন্যার উপর চালানো যৌন  নির্যাতনের  দায়ে অভিযুক্ত বুদুল দাসকে সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন, সেই সঙ্গে আরও দুই হাজার টাকা জরিমানা করেছেন । অনাদায়ে আর ও দুই মাসের অতিরিক্ত জেল খাটার আদেশ দিয়েছেন।

Comments are closed.