কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে আগামীকাল, ১২ জুন থেকে, জনালো স্বাস্থ্য বিভাগ
কোভ্যাকসিন এর প্রথম খোরাক নিয়ে বসে আছেন অনেকেই, দ্বিতীয় ডোজ নেওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। এ নিয়ে উদ্বেগের শেষ নেই , এরই মধ্যে এল সুসংবাদ। আগামী ১২ জুন থেকে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।
যারা কোভ্যাকসিন-এর প্রথম ডোজ নিয়েছিলেন তারা আগামী ১২ ই জুন থেকে কোভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ নিতে পারবেন। কাছাড় জেলায় ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদেরকে এই টিকা দেওয়া হবে।
অতিরিক্ত মুখ্য মেডিকেল ও স্বাস্থ্য আধিকারিক স্বাক্ষরিত স্বাস্থ্যবিভাগের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা কাছাড় জেলার সেন্ট্রাল সার্ভার থেকে তাদের রেজিস্টার্ড মোবাইলে মেসেজ পেয়েছেন তাদেরকেই শুধু এই টিকা দেওয়া হবে।
টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে যাদের বেশি দিন হয়ে গেছে। অর্থাৎ যারা অনেক আগে নিয়েছেন তাঁদেরকে সবার আগে দেওয়া হবে।
বর্তমানে নিয়ম অনুযায়ী কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ থেকে চতুর্থ থেকে ষষ্ঠ সপ্তাহের মধ্যে নিতে হয়।
কোভ্যাকসিনের অপ্রতুলতার জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে আগেই জানানো হয়েছিল যে, এই মুহূর্তে কোভ্যাকসিন-এর প্রথম ডোজ কাউকে দেওয়া হবে না, শুধু দ্বিতীয় ডোজ হিসেবে কোভ্যাকসিন দেওয়া হবে। চিকিৎসক মহলের পক্ষ থেকেও বার্তা ছিল দ্বিতীয় ডোজ প্রাপকদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রয়োজন। এর আগে কয়েক দফায় ৪৫ ঊর্ধ্ব সকলকে ও ফ্রন্টলাইন ওয়াকার্সদের টিকা দেওয়া যাবে বলে নির্দেশ ছিল কেন্দ্রের। এখন সকল প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়ার ছাড়ের পর যাতে কোনওভাবে যাতে প্রথম ডোজ প্রাপকদের পরের ডোজ পেতে কোনও সমস্যা না হয় তা নিয়েও চিন্তায় ছিলেন অনেকে।
রাজ্য সরকারের দ্বিতীয় ডোজে অগ্রাধিকারে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আশঙ্কা দূর হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
https://barakbulletin.com/covaxin-2nd-dose-crisis-assam-received-52000-doses-will-be-distributed-to-the-districts-systematically-s-lakshmanan/
Comments are closed.