Also read in

কভিড ১৯ : বরাক উপত্যকায় আক্রান্ত আরও ৫, সবাই করিমগঞ্জ জেলার

বরাক উপত্যকায় আরো পাঁচ জন কোভিড সংক্রমণে আক্রান্ত হলেন, এরা সবাই করিমগঞ্জ জেলার বাসিন্দা। এরা প্রত্যেকেই সম্প্রতি মহারাষ্ট্র থেকে ফিরেছেন বলে জানা গেছে, শিলচরের ডন বস্কো স্কুলে সরকারি কোয়ারেন্টাইনে তাদের রাখা হয়েছিল। রবিবার রাতে এদের পজিটিভ হওয়ার খবর আসে , শিলচরের সাংসদ রাজদীপ রায় এই খবরটি নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হলেন বদর উদ্দীন (২২), নাজির উদ্দিন(২৭), জাবরুল ইসলাম(২৫), দেবু দাস(২৩) এবং আনোয়ার হোসেন(২২)। বদর উদ্দীনের বাড়ি করিমগঞ্জ জেলার বিনোদিনী এলাকায়, নাজির উদ্দিনের করিমগঞ্জের কাশিমপুরে। জাফরুল ইসলাম করিমগঞ্জের ব্রাহ্মণশাসন এলাকার বাসিন্দা, দেবু দাসের বাড়ি করিমগঞ্জের কলিখাই এলাকায় ও আনোয়ার হোসেনের বাড়ি করিমগঞ্জের ব্রাহ্মণশাসন এলাকায়।এই পাঁচ আক্রান্তকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড জোনে জিমে যাওয়া হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে যারা এসেছিলেন প্রত্যেকের আবার সোয়াব সিম্পল সংগ্রহ করে পরীক্ষা করা হবে। শান্তনা এতোটুকু যে, এরা সবাই সরকারি কোয়ারেন্টাইনে ছিলেন।

নতুন এই পাঁচ জনকে নিয়ে বরাক উপত্যকায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭। ইতিমধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে উদ্বেগজনক ভাবে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা থেকে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে উত্তরোত্তর বৃদ্ধি হয়ে চলেছে ।

উল্লেখ্য, বরাক উপত্যকায় ইতিমধ্যে প্রায় আট হাজার মানুষ কোয়ারান্টাইনে রয়েছেন। আজ থেকে বিমান পরিষেবা ও শুরু হচ্ছে। কলকাতা-শিলচর বিমান সেবা বাতিল হলেও আজ গুয়াহাটি শিলচর দিল্লি রুটে স্পাইস জেটের একটি বিমান চলাচল করার কথা রয়েছে। বাইরে থেকে অনেক বেশি সংখ্যক লোক আসার ফলে ভবিষ্যতে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে বলেই মনে করছে স্বাস্থ্য বিভাগ।

Comments are closed.

error: Content is protected !!