Also read in

অসমে করানো আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫, আরও বাড়ার সম্ভাবনা

অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ এক সাংবাদিক সম্মেলনে নিশ্চিত করে জানান যে আরও ৪ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই চারজনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে। শর্মা জানান যে এই চারজনই দিল্লির নিজামুদ্দিন তাবলীগী জামায়াতে ধর্মীয় সম্মেলনে অংশ নিয়েছিলেন। এই চারজন হলেন, নলবাড়ির ১৯ বছর বয়সী মোঃ আরশাদ আলি, জাগীরোডের ৬০ বছর বয়সী মোঃ হযরত আলি, জাগীরোডের ৫৫ বছর বয়সী নুরুদ্দিন, ৪৭ বছর বয়সী জাগীরোডের মোঃ জোনাবালি।

শর্মা সেইসঙ্গে নিশ্চিত করেন যে করিমগঞ্জের জামাল উদ্দিনও দিল্লির নিজামুদ্দিনে বেশ কয়েকদিন অবস্থান করার পর করোনা ভাইরাসে আক্রান্ত হন।কোভিড ১৯ পজিটিভ রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে বলে শর্মা মনে করছেন।

শর্মা জানান যে অসমের করোনা ভাইরাস আক্রান্ত এই পাঁচজন তাদের চিকিৎসা সংক্রান্ত জটিলতা গোপন করেন এবং পরীক্ষা থেকেও বিরত থাকেন। শর্মা বলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তালিকা পাওয়ার পর একটি দল তাদের কাছে পৌঁছায় এবং নমুনা সংগ্রহ করে। পরীক্ষার পর জানা যায় যে ওরা ৪ জনই কোভিড ১৯ রোগী।

শ্রীগৌরির বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত জামাল উদ্দিনের বিষয়ে আরো জানা যায়, তিনি কাছাড় ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেছিলেন। শর্মা বলেন, কাছাড় ক্যান্সার হাসপাতাল কোভিড ১৯ উপসর্গ থাকা সত্ত্বেও কেন এই রোগীর মেডিক্যাল অবস্থান সম্পর্কে প্রশাসনকে অবহিত করেনি তা জানা যায়নি।

শর্মা আরো বলেন, এই রোগটি আড়াল করার কোনো কারণ নেই। এর সাথে কোনও কলঙ্ক যুক্ত নেই।বরং যারা এই রোগকে লুকাচ্ছেন তাদের জানা উচিত যে এর ফলে তারা কিন্তু তাদের বন্ধু এবং পরিবারের মধ্যে রোগটি ছড়িয়ে দিচ্ছেন।

দিল্লির নিজামুদ্দিন তাবলিগি জামায়াতে অংশগ্রহণকারী আসামের সদস্যদের বিষয়ে বিশদ বিবরণ দিয়ে শর্মা বলেন যে অসম সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ৪৫৬ জনের একটি তালিকা পেয়েছে, যারা দিল্লির ধর্মীয় জামায়াত ও তার আশেপাশের এলাকায় ছিলেন। শর্মা আরো জানান, দেখা গেছে এর মধ্যে কিছু অ-মুসলিম ব্যক্তিদের নাম রয়েছে, কারণ হয়ত তারা পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যাতায়াত করেছেন। মোবাইল টাওয়ারের মাধ্যমে লোকেশন ট্র্যাক করে তালিকাটি প্রস্তুত করা হয়েছিল।

শর্মা উল্লেখ করেন যে ৬৮ জন এখনো রাজ্যে ফিরে আসেননি। তাই প্রশাসন ৩৪৭ জনকে চিহ্নিত করেছে যারা নিজামুদ্দিনের ধর্মীয় সম্মেলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এরমধ্যে ১৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। নমুনা সংগ্রহের প্রক্রিয়া এখনো চলছে।

Comments are closed.

error: Content is protected !!