লকডাউনে আটকে পড়া শিলচরের চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন কলকাতায়
দুই মেয়ে থাকে কলকাতায়, সপরিবারে গিয়েছিলেন মেয়েদের বাড়িতে বেড়াতে। কথা ছিল এপ্রিল নাগাদ ফিরে আসবেন শিলচরে স্বগৃহে, বাধ সাধল লকডাউন। শেষমেষ করোনা আক্রান্ত হয়ে কলকাতায়ই প্রাণ গেল এই প্রাক্তন জেল চিকিৎসক অমরেশ দাসের ।
বুধবার দুপুর একটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৪ বছর বয়স্ক এই অবসরপ্রাপ্ত চিকিৎসক। রবিবার তার দেহে কোরনা সংক্রমণ ধরা পড়ে , বুধবার দুপুর একটা নাগাদ কোরনা যুদ্ধে হার স্বীকার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান ডাক্তার।
ডাঃ অমরেশ দাসের বাড়ি শিলচর বিবেকানন্দ রোডের টিকরবস্তি এলাকার শ্রীমা সরণিতে। তিনি দীর্ঘদিন শিলচর কেন্দ্রীয় কারাগারের হাসপাতালের চিকিৎসকের দায়িত্ব পালন করেছেন।
স্বরূপানন্দের একনিষ্ঠ শিষ্য এই ডাক্তার অখন্ড মন্ডলীর সক্রিয় সদস্য ছিলেন। করোনা সংক্রমণে তার এই প্রয়ানে স্ত্রী, দুই কন্যা, জামাতা সহ আত্মীয়-পরিজন, অখন্ড মন্ডলীর সদস্যরা শোকাকুল ।
Comments are closed.