Also read in

২৭৩ জন নতুন করে করোনা পজিটিভ কাছাড়ে, মেডিকেলে মৃত ছয়

সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাছাড় জেলায় ২৭৩ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়। ১০৭৯৫ গ্রামের রেপিড এন্টিজেন টেস্ট করা হয়, এর মধ্যে পজিটিভ আছে ২৩৭ জনের। অন্য ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয় আরটিপিসিআর টেস্টের মাধ্যমে।

সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ২৩১। এর মধ্যে নিরানব্বই জন আইসিইউতে এবং ১৩২ জন করোনা ওয়ার্ডে রয়েছেন। ভেন্টিলেটরের সহায়তায় আছেন ৩০ জন রোগী এবং অক্সিজেনের সাহায্য নিচ্ছেন ১৩৪ জন। বিগত ২৪ ঘন্টায় ৩৪ জন রোগী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪৫ জন।

শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত এর আগের ২৪ ঘন্টায় ৬ জন রোগীর মৃত্যু হয়।

কাছাড় জেলার ডলু এলাকার ৬৫ বছর বয়স্ক সতীশ বিশ্বাস শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গত পয়লা জুন ভর্তি হয়েছিলেন এবং তিনি ৬ জুন রাত ১০ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

শিলচর এনআইটি সংলগ্ন এলাকার বাসিন্দা রহিম উদ্দিন বড়ভূঁইয়া (৪০) শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিসরা জুন এবং ৭ জুন সকাল ৭ টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‌।

কাছাড় জেলার উধারবন্দ এলাকার সুধীর দাস (৭২) শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২রা জুন এবং তিনি সাত জুন সকাল ১১-২৫ মিনিটে প্রাণ হারান।

করিমগঞ্জ জেলার পাথারকান্দি এলাকার ৬৫ বছর বয়স্ক হায়ারুন্নেসা হাসপাতলে ভর্তি হয়েছিলেন ৬ জুন। পরদিন দুপুর একটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাছাড় জেলার শিলকুড়ি এলাকার ৮৩ বছর বয়স্ক প্রাণ চন্দ্র দুসাদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন চার জুন এবং ৭ জন দুপুর ১ টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিলচর শহর সংলগ্ন রংপুর এলাকার ৬৪ বছর বয়স্ক শীতল দাস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩০শে মে এবং ৭ জন দুপুর ১টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Comments are closed.