Also read in

কোভিড : গত ১৫ দিনের মধ্যে মেডিকেলে সর্বনিম্ন মৃত্যু রবিবারে, ভর্তির সংখ্যাও কম

প্রায় এক মাস ধরে প্রতিদিন একাধিক মানুষের মৃত্যুমিছিল চলছিল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে প্রতিদিন ১০ জন বা তার কাছাকাছি সংখ্যায় করোনা আক্রান্ত মারা গেছেন। তবে রবিবার হঠাৎ করেই এই গ্রাফ নেমে এসেছে, এদিন মারা গেছেন মাত্র একজন লোক। কাছাড় জেলার কৃষ্ণপুর এলাকার আনোয়ার হোসেন লস্কর গত ২৫ মে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার রাতে তার মৃত্যু হয়েছে, মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৪ বছর।

হাসপাতালে এখন আক্রান্ত রয়েছেন ২৮২ জন, এরমধ্যে আইসিইউ ওয়ার্ডে রয়েছেন ৯৫ জন, সাধারণ ওয়ার্ডে রয়েছেন ১৮৭ জন, ভেন্টিলেশনে রয়েছেন ২৩ জন এবং অক্সিজেনের সাহায্যে চিকিৎসা চলছে ১৪৮ জনের। এদিন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৪০ জন এবং ৩১ জন ডাক্তারদের পরামর্শ হোম আইসোলেশন গেছেন। নতুন আক্রান্ত ভর্তি হয়েছেন ৩৫ জন।

রবিবার কাছাড় জেলায় সন্ধ্যা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন ব্যক্তি। রেপিড এন্টিজেন টেস্টে ১০৬ জন এবং আরটিপিসিআর পরীক্ষায় ২৪৯ জনের শরীরে থাকা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এদিন ৭৪০টি আরটিপিসিআর পরীক্ষা হয়েছে, এতে পজিটিভ হওয়ার হার ৩৩.৬৭ শতাংশ। রেপিড এন্টিজেন টেস্ট হয়েছে ৭২৩৬টি, এতে পজিটিভ হওয়ার হার ১.৪৬ শতাংশ।

শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ বাবুল বেজবরুয়া বরাক উপত্যকার প্রত্যেকের প্রতি অনুরোধ জানিয়েছেন, উপসর্গ দেখা দিলে তারা যেন সেটা উপেক্ষা না করেন, সময়মতো পরীক্ষা করিয়ে চিকিৎসাধীন হওয়া অত্যন্ত জরুরী। হাসপাতালে গত কয়েকদিনে যেসব মৃত্যু হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্তরা একেবারে শেষ মুহূর্তে চিকিৎসার জন্য এসেছেন, তখন ডাক্তারদের কিছু করার ছিল না।

তিনি আরও জানান, হাসপাতালে অতিরিক্ত ৪০ শয্যার আইসিইউ গড়ে তোলার কাজ দ্রুত এগোচ্ছে। খুব তাড়াতাড়ি এটি সম্পন্ন হবে। তিনি বলেন, “এই বছর করোনা ভাইরাসে আক্রান্তদের বেশিরভাগ ক্ষেত্রেই আইসিইউতে রেখে চিকিৎসা প্রদান করতে হচ্ছে। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার প্রথম দিকেই আমরা ৬০টি আইসিইউ শয্যা পেয়েছি, এবার আরও ৪০ টি শয্যা গড়ে উঠছে। তবে এখনো আমাদের জনবল কিছুটা কম, কন্টাক্টচুয়াল কর্মীদের দিয়ে বেশিরভাগ কাজ চলছে। এদের স্থায়ীকরণ হওয়া পর্যন্ত এভাবেই চালাতে হবে। একসময় তারা বিভিন্ন কারণে কাজ করতে চাইছিলেন না, আমরা কথা বলেছি এবং তারা আমাদের সহযোগিতা করার সম্মতি দিয়েছেন।”

Comments are closed.