Also read in

মৃত্যুর কোলে ঢলে পড়লেন হাইলাকান্দির ফয়জুল হক বড়ভূইয়া, উত্তর-পূর্বাঞ্চলে কোভিড১৯ আক্রান্ত হয়ে প্রথম

শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাইলাকান্দির করোনা আক্রান্ত রোগী শেষমেষ মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে কভিড ১৯ ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এটাই প্রথম ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত ১-৫৪ মিনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার স্বীকার করেন ৬৫ বছর বয়স্ক ফয়জুল হক বড়ভূইয়া । উনার দুটো ফুসফুসে ভাইরাল নিমোনিয়া হয়ে গিয়েছিল ।

রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাত দুটো ১৬ মিনিটে টুইটার মাধ্যমে এই সংবাদ দিয়ে জানান, ” গভীর মর্মবেদনা এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, হাইলাকান্দি জেলার ৬৫ বছর বয়স্ক ফয়জুল হক বড়ভূইয়া কোভিড১৯ ভাইরাস সংক্রমনের ফলে কিছুক্ষণ আগে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃতের পরিবার পরিজনের প্রতি আমার গভীর সমবেদনা রইল।

শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায় এই প্রসঙ্গে জানিয়েছেন, “ফয়জুল হক বড়ভূইয়ার আত্মীয়-স্বজনকে ডিসি হাইলাকান্দির মাধ্যমে এই দুঃখজনক ঘটনার খবর জানানো হয়েছে। কোভিড প্রটোকলের মাধ্যমে সরকার যেভাবে নির্ণয় করে সেভাবেই শেষ কৃত্য সম্পন্ন হবে”।

এর আগে বৃহস্পতিবার বিকেলে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত সংবাদ মাধ্যমে এই রোগী সম্বন্ধে তথ্য পরিবেশন করে জানান, “গতকাল রাত থেকে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। আজ দুপুরে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় এবং ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। তার অবস্থা খুবই আশঙ্কাজনক “। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও হাইলাকান্দির এই করোণা আক্রান্ত রোগীর স্বাস্থ্যের অবনতির সংবাদ সামাজিক মাধ্যমে জানিয়ে ছিলেন।

উল্লেখ্য, ফয়জুল হক কোভিড১৯ পজিটিভ হওয়ার পর তাকে গত ৬ এপ্রিল হাইলাকান্দি থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বিগত কিছুদিন আগে সৌদি আরব থেকে ওমরাহ হজ করে এসেছিলেন। তিনি দিল্লির নিজামুদ্দিন এ তাবলীগী জামায়াতে অংশগ্রহণ করেছিলেন।

এদিকে রোগীর পরিবারের ৫ জন সদস্যকে প্রথমে হোম কোয়ারান্টিনে রাখা হলেও বর্তমানে তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।তাদের মুখের লালারস পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।

Comments are closed.