শিলচর মেডিকেলে করোনায় মারা গেলেন জানিগঞ্জের ব্যবসায়ী নারায়ন মিত্র, জেলার দ্বিতীয় করোনা মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জানিগঞ্জের ব্যবসায়ী নারায়ন মিত্র। পরিবার সূত্রে খবর অনুযায়ী, তিনি শ্বাসজনিত রোগে ভুগছিলেন, বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকাল ৬টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। এরপর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। এবার তার শেষকৃত্য কোভিড নিয়মে সম্পন্ন হবে, স্বাস্থ্যকর্মীরা পিপিই কিট পরে কাজটি করবেন এবং পরিবারের সদস্যদের শুধু একবার দেখার সুযোগ থাকবে।
জানিগঞ্জের বাসিন্দা নারায়ন মিত্রের বয়স ৭০ বছর, তিনি বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম নেতা দুলাল মিত্রের বড় ভাই। দুই ছেলে, সত্যজিৎ মিত্র (৩৮) এবং অভিজিৎ মিত্র (৩৫), স্ত্রী অনিন্দিতা মিত্র (৬০), ছোটভাই সহ পরিবারের লোকজনদের রেখে গেছেন তিনি।
দুলাল মিত্র জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শ্বাসজনিত রোগে ভুগছিলেন নারায়ণ মিত্র। বুধবার রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর অক্সিজেন লেবেল অত্যন্ত নেমে যায়। ফলে প্রাথমিকভাবে তার সোয়াব স্যাম্পল নেওয়া সম্ভব হয়নি। পরে তাকে ভেন্টিলেশনে ভর্তি করার পর সওয়াব স্যাম্পল সংগ্রহ করা হয়। স্বাস্থ্যের অবস্থা ততটা খারাপ ছিল না, তবে শ্বাসের কারণে কষ্ট পাচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে মৃত্যু হওয়ার কিছুক্ষণ পর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় তার রিপোর্ট পজিটিভ। সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের স্যাম্পল সংগ্রহ করা হয়। এছাড়া জানানো হয়েছে, তার শেষকৃত্যের পুরো প্রক্রিয়া কোভিড নিয়মে হবে। খবরটি গুয়াহাটি পাঠানো হয়েছে, সেখান থেকে বলে দেওয়া হবে কিভাবে কাজটি সম্পন্ন করা হবে।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে শিকার করা হয়েছে, নারায়ন মিত্রের করোনা পজিটিভ ছিল এবং তার মৃত্যু কোভিড মৃত্যু হিসেবে গণ্য করা হবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো ডেথ অডিট প্রক্রিয়া চলছে, এটি সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এটি কাছাড় জেলার দ্বিতীয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। এর আগে শান্তিবালা নাথের মৃত্যুর পর তার শরীরে করোনা ভাইরাস সংক্রমণের সংকেত পাওয়া গেছিল। সেক্ষেত্রেও ডেথ ওডিট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃত্যুটি করোনায় হয়েছে বলে স্বীকার করে স্বাস্থ্য বিভাগ।
নারায়ন মিত্রের ছেলে অভিজিৎ মিত্র জানিয়েছেন, ‘কিছুদিন আগেই তারা বাবার জন্মদিন পালন করেছিলেন। এভাবে আচমকা তিনি চলে যাবেন এটা ভাবতে পারছেন না।’ শহরের অনেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে নারায়ন মিত্রের মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন।
Comments are closed.