Also read in

এক সংগ্রামী জীবনের অবসান, চলে গেলেন নকশাল নেতা চন্দন সেনগুপ্ত

চলে গেলেন বিশিষ্ট কমিউনিস্ট নেতা চন্দন সেনগুপ্ত। শিলচর কল্যাণী সুন্দরমোহন সেবা সদনে সি পি আই (এমএল) দলের এই বরিষ্ঠ নেতা সোমবার রাত দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

দীর্ঘদিন ধরেই তিনি কঠিন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। কল্যাণী হাসপাতালে ড: লক্ষণ দাস, ড: ধ্রুবজ্যোতি পাল, ড: অনিরুদ্ধ বিশ্বাসের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না। সব চিকিৎসা,সব চেষ্টাকে পেছনে ফেলে এই বরিষ্ঠ কমিউনিস্ট নেতা চলে গেলেন। মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

রাজনীতির পাশাপাশি তাঁর লেখালেখির হাত ছিল ভাল। তিনি সাংবাদিক তথা সুলেখক হিসেবেও পরিচিত ছিলেন। দীর্ঘদিন অরুণোদয় কাগজ সম্পাদনা করেছেন। তাছাড়াও বিভিন্ন কাগজ সম্পাদনা করেছেন এবং অনেক সংবাদপত্রে লিখেছেনও। হাসপাতালে অসুস্থ থাকার সময়ও এক দৈনিক সংবাদপত্রে তিনি তাঁর বামপন্থী আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিকথামূলক রচনা ধারাবাহিকভাবে লিখছিলেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শিলচরে শোকের ছায়া নেমে আসে। সর্বস্তরের মানুষ এই বরিষ্ঠ কমিউনিস্ট নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Comments are closed.

error: Content is protected !!