১৯ নভেম্বর: দীর্ঘ নয় মাস পর শুক্রবার শিলচরে ক্রিকেটের বাইশ গজে বল গড়াবে। সেই সঙ্গেই শুরু হয়ে যাবে ক্রিকেট মরশুমও। এবার বি ডিভিশন ক্রিকেট দিয়ে শুরু হচ্ছে মরশুম। সাধারণত শীর্ষ লীগ দিয়েই মরশুম শুরু হয়ে থাকে। তবে এবার বেশ কয়েকটি বড় ক্লাব আন্তঃজেলা দলবদল এর দিকে তাকিয়ে থাকায় সুপার ডিভিশন লিগ শুরু করা যায়নি। কারণ একাধিক ক্লাব এখনো আন্তঃজেলা দলবদলে অংশ নেয়নি। এর শেষ দিন ৩০ নভেম্বর। তাই বি ডিভিশন দিয়েই মরশুম শুরু করার সিদ্ধান্ত নেয় সংস্থা।
শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মধ্যসহর এস এস খেলবে উদয়ন সংঘের বিরুদ্ধে। দিনের দ্বিতীয় ম্যাচে ক্লাসমেটস ইউনিয়ন খেলবে অরুণাচল এস এস এর বিরুদ্ধে। এবার টুর্নামেন্টের ২৪ টি দল অংশ নিয়েছে। খেলা হবে লিগ কাম নকআউট পদ্ধতিতে।
নতুন মরশুমের জন্য মোট আটটি উইকেট তৈরি করেছে সংস্থা। তবে বি ডিভিশন খেলা হবে দুটো পিচে। এবার টুর্নামেন্টের সবকটা ম্যাচেই হবে ডিএসএ মাঠে। সংস্থার পিচ কিউরেটর রাম বেহরা জানালেন, দুটি উইকেট ব্যাটসম্যানদের সাহায্য করবে। আসলে উইকেটের চরিত্র বোঝার জন্য ইতিমধ্যে দুটি প্র্যাকটিস ম্যাচও করা হয়েছে।
তা থেকেই নতুন উইকেট সম্পর্কে একটা অনুমান করেছেন কিউরেটর রাম। তিনি বলেন,’ উইকেট ব্যাটসম্যানদেরই মদত করবে। তবে সকালের দিকে পিচ থেকে সাহায্য পাবেন পেসাররাও।’ ১৯৯২ থেকে শিলচর ডিএসএর পিচ কিউরেটরের দায়িত্বে রয়েছেন রাম। তিনি জানান এবার ফুটবল মরশুম বাতিল হয়ে যাওয়ায় মাঠে কোন খেলাই হয়নি। তবে এতে তেমন লাভ হয়নি। কারণ অধিকাংশ জায়গাতেই ঘাস বড় হয়ে গিয়েছিল।
তাছাড়া নিয়মিত খেলা হলে মাঠের দেখাশুনা ও সেভাবে হয়ে থাকে। কিন্তু এবার করোনা মহামারীর জেরে সেটা সম্ভব হয়নি। তবে যতটুকু সময় পাওয়া গেছে তাতেই মাঠকে খেলার উপযুক্ত করে তোলা হয়েছে। এবং কাজ বেশ ভালোই হয়েছে। সংস্থার কিউরেটর জানান, শুরুর কয়েকটি ম্যাচে আউটফিল্ড একেবারে স্লো থাকবে। তবে সময়ের সঙ্গে সেটা ঠিক হয়ে যাবে।
Comments are closed.