Also read in

জনগণকে অযথা হয়রানি: প্রতীক হাজেলাকে সিআরপিসিসি'র স্মারক পত্র

সি আর পি সি সি, আসামের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এন আর সি তে নাম নথিভুক্ত করার প্রক্রিয়ায় জনগণকে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে এনআরসির রাজ্য সমন্বয়ক প্রতিক হাজেলার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। শনিবার কমিটির পক্ষ থেকে জেলা উপায়ুক্তের মারফত এ স্মারকলিপি প্রেরণ করা হয়।

এনআরসির ভেরিফিকেশন প্রক্রিয়ায় চূড়ান্ত খসড়ায় নাম সন্নিবিষ্ট ব্যক্তিদের ডেকে নিয়ে অযথা হয়রানি করা হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। স্মারকলিপিতে এনআরসিতে পুনরায় পরীক্ষণে আসা ব্যক্তিরাও দুষ্কৃতীর হাতে নিগৃহীত পর্যন্ত হচ্ছেন উল্লেখ করে অভিযোগ করা হয় যে প্রশাসন এ ব্যাপারে নির্বিকার। সি আর পি সি সির সভাপতি তপোধীর ভট্টাচার্য্য আরো অভিযোগ করেন যে, হত দরিদ্র মানুষদের ডেকে পাঠানো হচ্ছে দূরবর্তী কোনও সেবা কেন্দ্রে। এই মানুষগুলো নিজেদের টাকা খরচ করে সেখানে যাওয়ার পরও তাদেরকে নানা ধরনের প্রশাসনিক জটিলতার সম্মুখীন হতে হচ্ছে।

এ ব্যাপারে ক্ষোভ ব্যক্ত করে অধ্যাপক অজয় রায় বলেন, আসামের অনসমীয়া জনগণের নাগরিকত্ব বাতিল করার চূড়ান্ত চক্রান্ত চলছে। তাছাড়া নাগরিকত্ব বিলকে ঘিরে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এরাজ্যে আসাম চুক্তির ৬ নং ধারাকে সুকৌশলে কার্যকর করার চেষ্টা চলছে।

এদিনের সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক সৌরীন্দ্র ভট্টাচার্য্য, সনৎ কৈরি, রাহুল দাশগুপ্ত, ভবতোষ চক্রবর্তী, রফিক আহমেদ, সুব্রত চন্দ্র নাথ প্রমুখ।

Comments are closed.