Also read in

সন্ধ্যা ছটা থেকে সকাল ছয়টা পর্যন্ত রাজ্যের সর্বত্র সর্বাত্মক কার্ফু, গ্রীন জোনে কিছু শিথিল লক ডাউন

তৃতীয় পর্যায়ের লকডাউন নিয়ে আসাম রাজ্যের নীতি নির্দেশিকা ঘোষণা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যা বলবৎ হচ্ছে আগামীকাল থেকে।গুরুত্বপূর্ণ ঘোষণায় মন্ত্রী জানিয়েছেন, সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত সমগ্র রাজ্যব্যাপী সর্বাত্মক কার্ফু থাকবে। এই সময়ে শুধু আম্বুলান্স সেবা, স্বাস্থ্যসেবা, ফার্মেসি, কর্তব্যরত সরকারি কর্মী, এবং মিডিয়ার লোক ছাড়া বাকি সবাইকে ঘরে থাকতে হবে।

তৃতীয় পর্যায়ের লকডাউনে বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে এই ছাড় মরিগাও , ধুবড়ি, গোয়ালপাড়া এবং বঙ্গাইগাঁও( রাজ্য সরকার আজ অরেঞ্জ জোন হিসেবে ঘোষণা করেছে) এই অরেঞ্জ জোন জেলাগুলোতে  প্রযোজ্য হবে না।

গ্রীন জোনে শহর এবং গ্রামাঞ্চলে ‘স্ট্যান্ড অ্যালোন’ দোকান খোলা থাকবে। তবে সব ধরনের দোকানপাট পাঁচটায় বন্ধ করতে হবে। বাজার এলাকা ছাড়া শহর এলাকায় ও এক-তৃতীয়াংশ দোকান পর্যায়ক্রমে খোলা থাকবে। তবে, মার্কেট কমপ্লেক্স এবং শপিংমল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

অটো রিক্সা, সাইকেল রিকশা চলাচল করতে পারবে। অটো রিকশায় একজন চালক ছাড়া দুইজন প্যাসেঞ্জার নিতে পারবে। চার চাকার যানবাহন ও দুই জন যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। স্কুটার চালানো যাবে কিন্তু পিলিয়ন রাইডিং চলবে না, শুধু মহিলাদের পেছনে নেওয়া চলবে।

সব ধরনের নির্মাণকাজ যেমন রাস্তাঘাট, বিল্ডিং কন্সট্রাকশন শুরু হবে, তবে ৫০% লোকবল নিয়ে।

আন্তঃজেলা এবং অন্তঃজেলা বাস চলবে তবে ৫০ শতাংশ আসন খালি রাখতে হবে। প্রাইভেট বাস চললে এইএসটিসির অধীনে চালাতে হবে। অর্থাৎ এএসটিসির সঙ্গে যোগাযোগ করে অনুমতি নিয়ে চালাতে হবে। তবে রেড এবং অরেঞ্জ জোনে এমনিতে বাস চলাচল বন্ধ থাকবে। তবে গ্রীন জোন থেকে গ্রীন জোনে যেতে যদি জাতীয় রাজপথে অরেঞ্জ জোন পড়ে যায়, তাহলে সেটা অতিক্রম করা যাবে।

আগামীকাল থেকে রাজ্য সরকারি অফিসগুলোতে ৫০% কর্মচারী কাজে যোগ দেবে। প্রাইভেট অফিসগুলো ও কাল থেকে খুলতে পারবে তবে ৫০% কর্মচারী নিয়ে। সব ধরনের অফিস ৫ টায় ছুটি হবে, কারণ ছয়টার ভেতরে ঘরে ঢুকে যেতে হবে।

কাল থেকে রেস্টুরেন্ট, আইসক্রিম পার্লার, মিষ্টির দোকান খুলবে তবে সেখানে বসে বা দাঁড়িয়ে খাওয়া যাবেনা, বাড়ি নিয়ে যেতে হবে। সেলুন, বিউটি পার্লার বন্ধ থাকবে, তবে বাড়ি বাড়ি গিয়ে চুল কাটতে পারবেন সেলুন বিউটি পার্লারের কর্মচারীরা।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী জিম, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, সুইমিং পুল খুলছে না।

সমগ্র আসাম রাজ্যে জীবজন্তু পরিবহন করা চলবে না, তবে আসামের মধ্য দিয়ে অন্যরাজ্যে নিয়ে যেতে হলে না দাঁড়িয়ে সরাসরি বেরিয়ে যেতে পারবে।

প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় সব ধরনের সামগ্রী ই-কমার্স যোগে লাভ করা যাবে।

যেকোনো কাজেই বেরোলেই, বা যেকোন কাজে নিয়োজিত সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং সব সময় মাস্ক পরে থাকতে হবে।

৬৫ বছরের উপরে কোন লোক এবং ১২ বছরের নিচে কোন শিশু বাড়ি থেকে বেরোতে পারবে না, শুধু ডাক্তারি প্রয়োজনে বেরোতে পারবে।

সরকারি-বেসরকারি যেকোনো সংস্থায় কর্মরত মহিলা কর্মচারী যাদের পাঁচ বছর বা তার নিচের কোন শিশু বাড়িতে রয়েছে, তারা কাজে যোগ দিতে পারবে না।

মন্দির-মসজিদে ধর্মীয় সমাবেশ সম্পূর্ণ বন্ধ; রাজনৈতিক সভা, স্কুল কলেজ এগুলোও বন্ধ। স্কুল কলেজ নিয়ে শিক্ষা বিভাগের সিদ্ধান্ত খুব শিগগিরই ঘোষণা করা হবে। সাপ্তাহিক বাজার, সাধারণ বাজার বন্ধ থাকবে।

মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই ঘোষণার পর গ্রীন জোনের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে কিছুটা স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।

Comments are closed.