Also read in

কমনওয়েলথ গেমস ২০১৮ - মেরি কমের প্রথম সোনা

কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জয় মণিপুরী বক্সার মেরি কমের। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জিততে সক্ষম হন ভারতীয় বক্সার মেরি কম। প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ডের ক্রিস্টিনা অ হারাকে পরাজিত করেন তিনি। ব্যবধ্যান ৫-০ মেরির পক্ষে।

কমনওয়েলথ এ এটাই তাঁর প্রথম সোনা জয়। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। চার বছর আগে কমনওয়েলথের জন্য কোয়ালিফাই করতে পারেননি মেরি। ট্রায়ালে পিঙ্কি ঝাঙ্গরার কাছে পরাজিত হন তিনি।

রিও অলিম্পিক্সে অংশগ্রহণ করতে না পেরে খুবই হতাশ হয়ে পড়েছিলেন। অনেকেই মনে করেছিলেন মেরি আর রিংয়ে ঘুরে আসবেন না। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে গত নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সর্ণ পদক জেতেন তিনি। তার পর থেকে কমনওয়েলথই ছিল তাঁর অন্যতম লক্ষ্য। বলাবাহুল্য এই লক্ষে সফল হয়েছেন তিনি।

 

 

 

 

 

 

 

Comments are closed.