কমনওয়েলথ গেমস ২০১৮ - মেরি কমের প্রথম সোনা
কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জয় মণিপুরী বক্সার মেরি কমের। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জিততে সক্ষম হন ভারতীয় বক্সার মেরি কম। প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ডের ক্রিস্টিনা অ হারাকে পরাজিত করেন তিনি। ব্যবধ্যান ৫-০ মেরির পক্ষে।
কমনওয়েলথ এ এটাই তাঁর প্রথম সোনা জয়। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। চার বছর আগে কমনওয়েলথের জন্য কোয়ালিফাই করতে পারেননি মেরি। ট্রায়ালে পিঙ্কি ঝাঙ্গরার কাছে পরাজিত হন তিনি।
রিও অলিম্পিক্সে অংশগ্রহণ করতে না পেরে খুবই হতাশ হয়ে পড়েছিলেন। অনেকেই মনে করেছিলেন মেরি আর রিংয়ে ঘুরে আসবেন না। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে গত নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সর্ণ পদক জেতেন তিনি। তার পর থেকে কমনওয়েলথই ছিল তাঁর অন্যতম লক্ষ্য। বলাবাহুল্য এই লক্ষে সফল হয়েছেন তিনি।
I Dedicated my #GC2018boxing Gold Medal to my 3 sons, Rechungvar,Khupneivar &Prince , calling me MAMA when r you coming home. I thank my coaches, support staffs, @BFI_official, @Media_SAI for believing in me #PunchMeinHaiDum
— Mary Kom (@MangteC) April 14, 2018
Congratulations Mary Kom, icon of Manipur and of India, for winning the gold medal in women's 45-48 kg boxing event at #GC2018. You make us prouder with every punch! #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) April 14, 2018
Magnificent Mary!
Congratulations to @MangteC who is India's 1st woman boxer to clinch a 🏅in the 45-48 kg #GC2018Boxing in her 1st CWG appearance.
Already a 5 times World Champion and Olympic 🥉medallist
More power to you @Mangtec you're India's pride 🇮🇳✌#MaryKom pic.twitter.com/3RJVWsJuc6— Rajyavardhan Rathore (@Ra_THORe) April 14, 2018
Unstoppable!
Mary's (Kom)monwealth games Gold 🥇 medal just shows her dedication and determination to succeed at all times.
Congratulations and remember you are India's 🇮🇳 pride. #GC2018@MangteC #MaryKom pic.twitter.com/nIPvh1jDpg
— Sachin Tendulkar (@sachin_rt) April 14, 2018
Heartiest Congratulations to Boxing Legend @MangteC & #GauravSolanki for bagging gold medals. #MaryKom is the 1st Woman Boxer to win a gold medal in boxing at Commonwealth Games. Hope more medals keep flowing in on this golden day.#GC2018 #GC2018Boxing #CommonwealthGames2018 pic.twitter.com/Xv9jBIyl8S
— Vijender Singh (@boxervijender) April 14, 2018
Heartiest congratulations to #MaryKom! The first Indian woman to win a boxing GOLD medal at the #GC2018 #NaariShakti #CWG2018 pic.twitter.com/cbCSHV3npD
— Babul Supriyo (@SuPriyoBabul) April 14, 2018
You have done it again. Nothing can be a bigger gift to us on this New Year and Bihu. Thanks @MangteC. Your punches keep making India proud. #MaryKom #GC2018 pic.twitter.com/vExDHvaBlg
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) April 14, 2018
Comments are closed.