সাইক্লোন ফণী : শিলচর থেকে তিরুবনন্তপুরমগামী ট্রেন বাতিল
ঘূর্ণিঝড় ফণীর প্রকোপে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের দক্ষিণগামী বেশ কয়েকটি ট্রেন বাতিল বলে ঘোষণা করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।
বাতিলের তালিকায় রয়েছে ২রা মে তারিখের ১২৫০৮ শিলচর- তিরুবনন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস। ৭ মে তারিখের ১২৫০৭ তিরুবনন্তপুরম- শিলচর এক্সপ্রেস ট্রেনও বাতিল ঘোষণা করা হয়েছে।
এছাড়া ২রা মে তারিখের ১২৫১৪ গুয়াহাটি-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, ৫মে তারিখের ১২৫১৩ সেকেন্দ্রাবাদ-গৌহাটি এক্সপ্রেস, ৫ মে তারিখের ১৫৯৩০ ডিব্রুগড় তাম্বারাম এক্সপ্রেস এবং ২মে তারিখের ১৫৯২৯ তাম্বারাম- ডিব্রুগড় এক্সপ্রেস গুলোর যাত্রাও বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার (অপারেশন) এক বিজ্ঞপ্তি মারফত এই খবর জানিয়েছেন।
এখানে উল্লেখ্য,ঘূর্ণিঝড় ‘ফণী’ আরো জমাট বেঁধে এখন বড় ধরণের ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে, যাকে আবহাওয়াবিদরা বর্ণনা করছেন ‘সিভিয়ার সাইক্লোন’ হিসাবে; এবং সম্ভবত এটা আগামী কাল উড়িষ্যা উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে।
Comments are closed.