Also read in

বড্ড অকালে চলে গেলেন নৃত্যশিল্পী রবিশঙ্কর পাল

ডাকনাম গদু। ভালো নাম রবিশঙ্কর। শিলচরে পরিচিত নাম। জনপ্রিয়ও। নাচের জগতে তো বটেই! সেই নামটা আজ অতীত হয়ে গেল! চলে গেলেন শিলচরের বিশিষ্ট নৃত্যশিল্পী তথা নৃত্য শিক্ষক রবিশঙ্কর পাল! মাত্র ৩৮ বছর বয়সে। আজ সকাল ৮ টায়। হৃদরোগে আক্রান্ত হয়ে । ন্যাশনাল হাইওয়ের রামকৃষ্ণ সরণিতে তার বাড়িতে।

তিনি শিলচর কলেজিয়েট স্কুলের নৃত্য শিক্ষক ছিলেন। নৃত্য শিক্ষা গ্রহণ করেছেন উত্তর-পূর্বাঞ্চলের বিশিষ্ট নৃত্যগুরু মুকুন্দদাস ভট্টাচার্যের কাছ থেকে। নৃত্য সাধনায় একনিষ্ঠ ছাত্র ছিলেন।

ভারতীয় গণনাট্য সংঘ, মিছিল ইত্যাদি সংস্থার সঙ্গে জড়িত ছিলেন। ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন সৃজন কলা একাডেমিতে। নৃত্যশৈলীর মাধ্যমে তিনি সবাইকে অনাবিল আনন্দ দিয়ে গেছেন।বিভিন্ন অনুষ্ঠানে সুন্দর উপস্থাপনার মাধ্যমে সবার প্রশংসা অর্জন করেছেন। অনুষ্ঠান করেছেন চন্দন মজুমদার, সৌমিত্র শঙ্কর চৌধুরী সহ আরও অনেকের সঙ্গে। মুখে লেগে থাকা হাসি আর স্বভাবের মিষ্টতা এই শিল্পীকে মানুষ হিসেবেও বড় করে তুলেছিল।হয়ে উঠতে পেরেছেন সবার প্রিয় একজন।

সদাহাস্যময় রবিশঙ্কর মৃত্যুকালে রেখে গেছেন তার বোন ও বাবাকে। সেইসঙ্গে অগণিত গুণমুগ্ধদের। তাই সকালে খবরটা ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে যায় শিলচরের সাংস্কৃতিক মহল। হঠাৎ করে ঘটে যাওয়া এই ঘটনাকে বিশ্বাস করতে পারছেন না সাংস্কৃতিক জগতের মানুষ। সবার বিশ্বাস করতে কিংবা কষ্ট হচ্ছে ভাবতে, সবার প্রিয় মানুষটা আজ আর আমাদের মধ্যে বেঁচে নেই।

Comments are closed.