নাট্যাভিনেত্রীর প্রয়াণের প্রথম বর্ষপূর্তিতে দশরূপকের নিবেদন চামেলী কর স্মৃতি নাট্যসন্ধ্যা
চামেলী করের অনুরাগীরা হয়ত এই বিখ্যাত অভিনেত্রীর মৃত্যুকে এখনো মনে প্রাণে মেনে নিতে পারেননি, অথচ বছর ঘুরে অভিনেত্রীর প্রয়াণের প্রথম বর্ষপূর্তি মনে করিয়ে দেয় “সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়”। শ্রদ্ধেয়া নাট্যাভিনেত্রী চামেলী করের প্রথম বর্ষপূর্তিতে শিলচরের দশরূপক সাংস্কৃতিক সংস্থা আয়োজন করছে চামেলী কর স্মৃতি নাট্যসন্ধ্যা।
নাট্য সন্ধ্যাটি অনুষ্ঠিত হবে শিলচর বঙ্গভবনে। আগামী ২৮ এপ্রিল সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে চামেলী করের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত নাট্য সন্ধ্যাটির সূচনা হবে বলে দশরূপক সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এ সন্ধ্যায় দশরূপক নিবেদন করবে একাঙ্ক নাটক “কালের বিচার” এবং পূর্ণাঙ্গ নাটক “অনন্য জীবন”। উল্লেখ্য, নাটকটি হেলেন কেলারের জীবনী অবলম্বনে রচিত।
দশরূপক সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে চামেলি করের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এই নাট্যসন্ধ্যায় সবার উপস্থিতি কামনা করা হয়েছে।
Comments are closed.