৭ মার্চ হতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, ইঙ্গিত প্রধানমন্ত্রীর
২০১৬ সালে অসমের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল ৪ মার্চ, এই ধারা বজায় রেখে মার্চের প্রথম সপ্তাহেই এবছরের নির্বাচনের দিন ঘোষণা হতে পারে, এমনটাই জানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ধেমাজিতে এক জনসভায় অংশ নিতে গিয়ে তিনি বলেন, “আমি জানি আপনারা নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। ২০১৬ সালে এই রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল ৪ মার্চ। তাই আমার মনে হয় এবারও মার্চ মাসের প্রথম সপ্তাহেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে দেবে জাতীয় নির্বাচন কমিশন। সম্ভবত ৭ মার্চ অসমের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হবে। এর আগে আরও কয়েকবার অসম, পশ্চিমবঙ্গ, কেরালা, পন্ডিচেরি ইত্যাদি রাজ্য পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে আমার।”
এদিন অসমে এসে ধেমাজি ইঞ্জিনিয়ারিং কলেজেরও উদ্বোধনও করেন তিনি। পাশাপাশি শিলান্যাস করেন সুয়ালকুচি ইঞ্জিনিয়ারিং কলেজের। ইন্ডিয়ান অয়েলের বঙ্গাইগাঁও রিফাইনারি, মধুবনে অয়েল ইন্ডিয়া লিমিটেডের সেকেন্ডারি পার্ক ফার্ম ও তিনসুকিয়ার হেবেদা গ্যাস কমপ্রেসার স্টেশনকে জাতির উদ্দেশ্যে উত্সর্গ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ঘোষণার পর এখন জল্পনা তুঙ্গে। যদিও নির্বাচন কমিশন এখনও এব্যাপারে কিছুই বলেননি। তবে প্রধানমন্ত্রী ইঙ্গিত দেওয়ায় অন্তত এটা পরিস্কার হয়েছে, মার্চের প্রথম সপ্তাহেই কোড অফ কন্ডাক্ট লাগু হচ্ছে। আগামীকাল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বরাক সফরে আসছেন, শিলচরে মিনি সেক্রেটারিয়েট উদ্বোধন করার পাশাপাশি করিমগঞ্জে বেশকিছু প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এছাড়া পাথারকান্দিতে মৈত্রী প্রকল্পের অধীনে গড়ে ওঠা থানা উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তবে এখনও তার ভ্রমনসূচি সম্পূর্ণ ভাবে তুলে ধরেনি জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রীর ঘোষণার আগেই নির্বাচন কমিশনের নির্দেশে নানান অনুষ্ঠান আয়োজন করতে শুরু করেছে জেলা প্রশাসন। বিশেষ করে নতুন ভোট দাতাদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি সরস্বতী পুজো অনুষ্ঠানকে সামনে রেখে মহিলা ভোট দাতাদের উদ্বুদ্ধ করার একটি প্রয়াস নেওয়া হয়েছিল। সোমবার শিলচরের গান্ধীভবনে জেলার কিছু সামাজিক সংগঠনের সদস্যদের ডেকে নির্বাচনের বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়।
Comments are closed.