ইদুজ্জোহা উপলক্ষে প্রকাশ্য স্থানে কোরবানি না করার আহবান প্রশাসনের, পরিত্যক্ত অংশ নিয়েও সতর্ক থাকতে হবে
ঈদুজ্জোহার প্রাক্কালে জেলাশাসকের উদ্যোগে বিশিষ্ট নাগরিকদের নিয়ে জেলা শাসকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হলো গতকাল। বিগত দিনগুলোর অভিজ্ঞতা এবং গত শনিবার লক্ষ্মীপুরে ঘটে যাওয়া ঘটনার কথা মাথায় রেখে সর্তকতা অবলম্বন করল প্রশাসন। ওই সভায় প্রকাশ্য স্থানে পশু কোরবানি না করতে আহ্বান জানিয়েছে কাছাড়ের জেলা প্রশাসন । ত্যাগের উৎসব এই পবিত্র ঈদে কোনো সম্প্রদায়ের মনে যাতে কোনো ধরনের আঘাত না লাগে সেদিকে লক্ষ্য রাখা উচিত বলে প্রশাসন মত প্রকাশ করেছে । এ ব্যাপারে সমাজসচেতন শান্তিপ্রিয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সভার শুরুতে কাছাড়ের জেলাশাসক ডক্টর এস লক্ষ্মণন শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদ-উল-আজহা উৎসব পালনের প্রস্তুতি সম্পর্কে সবাইকে অবহিত করেন। উৎসবের সময় জরুরি পরিষেবা গুলো যাতে কোন ভাবে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব বিভাগকে নির্দেশ দেন। উক্ত সভায় তথাকথিত গো-রক্ষকদের আইন হাতে তুলে না নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সঙ্গে অনভিপ্রেত ঘটনা এড়াতে কোরবানীর পশুর পরিত্যক্ত অংশ যাতে মাটি খুঁড়ে চাপা দেওয়া হয় এ নিয়েও সতর্ক করে দেওয়া হয়েছে। সমাজের বিভিন্ন সংস্থা সংগঠন ও সরকার বিভাগের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠকে অতিরিক্ত জেলাশাসক ও পুলিশ সুপার রাকেশ রৌশনও উপস্থিত ছিলেন । পুলিশ সুপার রাকেশ রৌশন আশ্বাস দিয়ে বলেন যে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং স্পর্শকাতর এলাকাগুলোতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষীদের। গত শনিবারের ঘটনাকে খুব দুঃখজনক বলে মন্তব্য করে মত ব্যক্ত করে সভায় জানানো হয় যে, ইতিমধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলাশাসক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত করাও আইন হাতে তুলে নেওয়া প্রশাসন বরদাস্ত করবে না; কোরবানির পশু নিয়ে চলাচলে বাধা দেওয়া যাবে না। এ ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে স্থানীয় পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিদের জানাতে হবে। পরিস্থিতি বিবেচনায় তখন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে, এর জন্য কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে। কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে ০৩৮৪২-২৪৬৮৯২ ও ৭০৮৬০২১৪৭৩ । তাছাড়াও জেলা উপায়ুক্তের অফিসের নম্বর ০৩৮৪২-২৩৯২৪৯ তে ও যোগাযোগ করা যাবে। প্রকাশ্য স্থানে মদ্যপান বা নেশাজাতীয় সামগ্রী নিয়ে চলাচল করলে বর্তমান আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন জেলাশাসক। সভায় মতামত তুলে ধরেন দুলাল মিত্র, চুনিলাল ভট্টাচার্য, আবদুল নূর চৌধুরী,হারান দে, ইমাদুদ্দীন বুলবুল, শামসুর রহমান চৌধুরী, অজিত চক্রবর্তী,হীরক চৌধুরী প্রমুখ।
Comments are closed.