স্কুলের সময়ে ক্লাস তালাবন্ধ: প্রধান শিক্ষকের কাছে ব্যাখ্যা চাইলেন কাছাড়ের জেলা শাসক
কাছাড়ের ডেপুটি কমিশনার কীর্তি জল্লি একটি কাজে জেলা সদরে যাচ্ছিলেন এবং ক্লাস চলাকালীন সময়ে কিছু বাচ্চাকে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি ঐ স্কুলের কাছে থামেন। স্কুলের গেটের কাছে যেতেই লক্ষ্য করলেন স্কুলের গেট বন্ধ। এই পরিস্থিতিতে বিরক্ত বোধ করে তিনি তার গাড়ি থেকে নেমে আসেন।
ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিক জয়ন্তী পালের মতে, ডিসি কীর্তি জল্লি স্কুলটি তালাবন্ধ দেখতে পান, কারণ স্কুলের রান্না করার লোক চাবি রাখেন এবং তিনি বাজার থেকে তখনো ফেরেননি। এটি ছিল উধারবন্দ ব্লকের অধীনে ৫৭ নং টিকরপার এলপি স্কুল। ঘটনাস্থল থেকেই ডেপুটি কমিশনার অনুপস্থিত প্রধান শিক্ষক বিশ্বজিৎ দে’র সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করেন।
“প্রধান শিক্ষক দুপুরের খাবার (মিড ডে মিল) এর জন্য জিনিসপত্র কিনতে বাজারে ছিলেন। যেহেতু তিনি বাজারের পাশ দিয়ে আসেন, তাই তিনি স্কুলে যাওয়ার পথে জিনিসপত্র কিনেন,” বলেছেন বিইইও পাল৷ তাছাড়া শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষকরাও বাইরে অপেক্ষা করছিলেন। অবশেষে, জেলা প্রশাসক জল্লি বিইইওকে সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানাতে বলেন।
জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক জয়ন্তী পাল বিদ্যালয় পরিদর্শক কাছাড় সেমিনা ইয়াসমিন আরা রহমানকে বিষয়টি অবহিত করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিকরপার এলপি স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিইইও উধারবন্দ, জয়ন্তী পাল বলেন যে স্কুলে শিক্ষক উপস্থিত ছিলেন এবং ছাত্ররাও ছিলেন, তবে এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা ছিল যে কাছাড়ের ডেপুটি কমিশনার যখন এসেছিলেন তখন তিনি ছাত্রদের গেটের বাইরে দেখতে পেয়েছিলেন। এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া শুরু করা হয়েছে এবং এখন স্কুলটি নিয়ম অনুযায়ী চলে কি না তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখবে।
Comments are closed.