বদরপুরের বরাকে তলিয়ে যাওয়া ছাত্রীকে খুঁজতে বাংলাদেশের সাহায্য চাইল করিমগঞ্জ প্রশাসন
রবিবার বরাকের জলে তলিয়ে গিয়েছিল বদরপুরের সেন্ট জোসেফ আবাসিক স্কুলের ১১ বছর বয়সের এক ছাত্রী। চার বন্ধু মিলে বরাকের জলে স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে যায়, তিনজনকে এলাকাবাসীরা বাঁচালেও রিয়া এস পিরাথ নামের একটি মেয়ে নদীর জলে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে পারেনি এসডিআরএফ বাহিনী। এবার তাকে খুঁজতে বাংলাদেশ সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন করিমগঞ্জের জেলাশাসক আনবামুথান এমপি। ভারত-বাংলাদেশ সীমান্ত জেলা জকিগঞ্জের সাব-ডিভিশনাল অফিসারের কাছে চিঠি লিখে মেয়েটিকে খোঁজার অভিযানে সাহায্য করতে আবেদন জানিয়েছেন জেলাশাসক।
তিনি চিঠিতে লিখেছেন, “২১ ফেব্রুয়ারি দুপুরে বদরপুরে বরাকের জলে তলিয়ে গেছে এলাকার একটি মেয়ে। আমাদের সুরক্ষা বাহিনীরা অনেক খোঁজার পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। যেহেতু বরাক নদী কিছুদূর এগিয়ে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে, সেখানে তাকে খোঁজার জন্য আপনাদের সাহায্য চাইছি আমরা। আশা করছি আপনারা আমাদের আবেদনে সাড়া দেবেন এবং ছোট্ট মেয়েটিকে খুঁজে বের করতে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।”
রিয়া এস পিরাথ হাইলাকান্দি আলগাপুর পাতলাতলা পুঞ্জীর বাসিন্দা। বদরপুরের সেন্ট জোসেফ আবাসিক স্কুলে পড়াশোনা করত। রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে বরাক নদীর কাছাকাছি সে ঘোরাফেরা করছিল এবং সেখানে পা পিছলে পড়ে যায়। এলাকার এক ব্যক্তি সেটা দেখে জলে ঝাঁপ দেন এবং তিন ছাত্রীকে বাঁচাতে সমর্থ হন। কিন্তু দুর্ভাগ্যবশত রিয়া এস পিরাথকে বাঁচানো যায়নি। এবার বাংলাদেশ সরকারের সহযোগিতায় তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে করিমগঞ্জ প্রশাসন।
Comments are closed.