Also read in

পুজো কমিটিগুলোকে পুরস্কৃত করলেন ডিসি, প্লাস্টিক মুক্ত পুজোর জন্য এনআইটি, শিলচর পেল পুরস্কার

জেলা প্রশাসনের উদ্যোগে শিলচর জেলা গ্রন্থাগার অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় সম্মান প্রদান করা হলো বিভিন্ন পূজা কমিটিগুলোকে।

প্লাস্টিক মুক্ত সেরা পুজো কমিটির সম্মান পেল এনআইটি দুর্গাপূজা কমিটি।

স্বাগত ভাষণে জেলা উপায়ুক্ত লয়া মাদ্দুরি বলেন, ২০১৯ সালের দূর্গা পূজা সবার সহযোগিতায় প্রদূষণমুক্ত এবং নদী দূষণ রোধের প্রচেষ্টায় এক নতুন মাত্রা যোগ করলো। আগামীতে উদ্যোক্তারা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ যদি পরিকল্পনা মাফিক কাজ করে তবে নদীর জল প্রদুষণ মুক্ত করার প্রয়াসে এক বিরাট পদক্ষেপ নিতে পারবে। জেলা উপায়ুক্ত পূজা কমিটিগুলোকে দূষণ রোধে বিভিন্ন গাইডলাইন মেনে চলার জন্য অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিভিন্ন পূজা কমিটিগুলোকে পুরস্কৃত করা হয়; এদের মধ্যে রয়েছে,

শ্রেষ্ঠ উদ্যোগ:

১ম : ঘুঙ্গুর কুয়ারপার় দুর্গাপূজা কমিটি

২য় : শ্রী শ্রী গোবিন্দজী আখড়া দুর্গাপূজা কমিটি

প্লাস্টিক মুক্ত পুজো কমিটি :

১ম) ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপূজা কমিটি

২য়) বিলপাড়ের মিতালী সংঘ দুর্গাপূজা কমিটি

সচেতনতায় :

১ম) মেহেরপুর সর্বজনিন শকুন্তলা দুর্গাপূজা কমিটি

২য়) আতাল বস্তি দুর্গাপূজা কমিটি

স্বচ্ছতায় :

১ম) পোস্ট অফিস দুর্গাপূজা কমিটি

২য়) এস এস রাইস মিল দূর্গা পূজা কমিটি, শিববাড়ি তারাপুর।

Comments are closed.