Also read in

রেসিডেন্সিয়াল স্পেশাল ট্রেনিং সেন্টারের ফুটবল খেলোয়াড়দের সংবর্ধিত করলেন কাছাড়ের জেলা উপায়ুক্ত

কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরি আজ রেসিডেন্সিয়াল স্পেশাল ট্রেনিং সেন্টারের ফুটবল খেলোয়াড়দের সংবর্ধনা জ্ঞাপন করেন। উল্লেখ্য,  তারা কাছাড় জেলার ১৪ বছরের অনূর্ধ্ব ফুটবল চ্যাম্পিয়ন দল হিসেবে মনোনীত হয়েছে। গত ১৯ জুলাই জেলা ফুটবল একাডেমির মাঠে তারা সরকারি উচ্চতর বালক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে জেলা স্তরের পিলিক চৌধুরী ১৪ বছরের অনূর্ধ্ব ফুটবল প্রতিযোগিতায় জয়লাভ করেছে।শিলচরে জেলা উপায়ুক্তের কার্যালয়ে তাদের হাতে বিজয়ী দলের পুরস্কার হিসেবে কাপটি তুলে দেন জেলা ক্রীড়া আধিকারিক।

 

আগামী ২৬ জুলাই গুয়াহাটিতে অনুষ্ঠিতব্য  ১৪ বছর অনুর্দ্ধ  খেলোয়াড়দের জন্য পিলিক চৌধুরী  আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১১জন খেলোয়াড়দের হাতে ১টি করে স্পোর্টস  কিট ব্যাগ তুলে দেন জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরি। পরে তিনি তাদের উদ্দ্যেশ্যে বলেন, প্রত্যকেরই কোন না কোন ক্ষেত্রে প্রতিভা থাকে, সে সঙ্গীতের ক্ষেত্রেই হোক, খেলাধুলার ক্ষেত্রেই হোক বা যে কোন ক্ষেত্রেই হোক। তার মতে, তাদের প্রত্যেকেরই একটি স্বপ্ন থাকা উচিত। এই স্বপ্নকে সফল করে তুলতে তথা  বাস্তাবায়িত করতে তাদের কঠোর পরিশ্রম করার জন্য তিনি তাদের উৎসাহ প্রদান করেন। তিনি তাদের খেলাধুলার পাশাপাশি ভালো করে পড়াশুনা করে জীবনে সুপ্রতিষ্ঠিত হবারও পরামর্শ প্রদান করেন।

 

তিনি আরও বলেন যে কাছাড়ের জেলা প্রশাসন এবং সরকার তাদের উৎসাহ বাড়াতে তথা সহযোগিতা করতে সর্বদা সঙ্গে থাকবে। জেলা উপায়ুক্ত  লায়া মাদ্দুরি কেয়ারটেকার পারভেজ আহমেদ লস্করকেও একটি উত্তরীয় প্রদান করেন। এই দলটির জেতার পেছনে তার অবদানের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং তাকে অভিনন্দন জানান।

 

উল্লেখ্য,  সহকারি নাজির  জয়ন্ত পাল এবং পারভেজ আহমেদ লস্করের তত্ত্বাবধানে গঠিত এই ফুটবল দলটি আগামীকাল ২৫শে জুলাই গুয়াহাটিতে যাবে  এবং ওই টুর্নামেন্টে অংশ নেবে। আজ এই অনুষ্ঠানে সহকারি আয়ুক্ত অভিলাষ বারনাওয়াল,  জেলা প্রোগ্রাম অফিসার,বিশেষ প্রশিক্ষণ বিভাগের পাপড়ি ভট্টাচার্য্য,কেয়ারটেকার, আর,এস,টি,সি পারভেজ আহমেদ লস্কর উপস্থিত ছিলেন।

Comments are closed.